৩ মাস পর জানাজানি
বরিশালে ট্রাফিক অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরি, ৩ মাস পর জানাজানি
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক অফিস থেকে তিনমাসে আগে ৬০ রাউন্ড গুলি চুরি হয়েছে। ঘটনার তিনমাস পর বিষয়টি জানাজানি হয়েছে।
সূ্ত্রে জানা যায়, ২০২২ সালের নভেম্বর মাসে বরিশাল নগরীর কালিবাড়ি রোডে ট্রাফিক অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরি হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ট্রাফিক অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে প্রাথমিকের ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ট্রাফিক পুলিশের সদস্য বলেন, তিনমাস আগে কালিবাড়ি রোড শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরি হয়েছে। এরপর থেকেই অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া আগে অফিসে যে কেউ প্রবেশ করতে পারতো, তবে এখন আগেরমতো নেই। গুলি চুরির ঘটনার পরপরই সিসি ক্যামেরা বাড়ানো হয়েছে। তাছাড়া অফিসে প্রবেশের ক্ষেত্রেও নিয়মকানুন জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহানগর পুলিশের ট্রাফিক জোনের উপকমিশনার তানভীর আরাফাত বলেন, ৬০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। তবে সেটা নিয়ে আমাদের সিনিয়ররা কাজ করছেন। আর ওই গুলি আমাদের নয়।
এই বিষয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপকমিশনার আলী আশারফ ভূঁঞা বলেন, ট্রাফিক অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরির ঘটনায় তদন্ত চলমান আছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
এই বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্সের ৬০ রাউন্ড গুলি ট্রাফিক অফিসে রাখাছিল, সেখান থেকেই গুলি চুরি হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
আরও পড়ুন: বরিশালে সৎ মায়ের ছোড়া গরম পানিতে কিশোরের মৃত্যু!
বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে ঘুমন্ত দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
১ বছর আগে