বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ
ক্ষমতা ভোগ করতে নয়, জনগণকে কিছু দিতে এসেছি: বিএএসএ সম্মেলনে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে চায় যেখানে মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২ হাজার ডলার।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) বার্ষিক সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) বার্ষিক সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা আমাদের মাথাপিছু আয় দুই হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। কিন্তু আমরা এই পর্যায়ে থেমে থাকতে চাই না, বরং পর্যায়ক্রমে এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য হল ২০৪১ সালের মধ্যে মাথাপিছু কমপক্ষে ১২ হাজার ডলার আয় করা।’
আরও পড়ুন: খাদ্য উৎপাদন বাড়াতে ডিসিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
তিনি আরও বলেন, বাংলাদেশ ইতোমধ্যে পাঁচ ধাপ এগিয়ে বিশ্বের ৩৫ তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে, যা ছোট বিষয় নয়। তবে মনে রাখবেন যে আপনি যত দ্রুত এগিয়ে যাবেন, তত বেশি ষড়যন্ত্র ও চক্রান্তের মুখোমুখি হবেন।
প্রধানমন্ত্রী বলেন যে অনেকেই চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। তাই, অনেকেই আমাদের অগ্রগতি পছন্দ করেন না। আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের সমর্থন করেনি তারা এখন ভাবতে পারে যে আমরা (বাংলাদেশ) তাদের উপেক্ষা করে এগিয়ে যাচ্ছি।
তিনি নিজেকে জনগণের সেবায় নিবেদিতপ্রাণ হিসেবে বর্ণনা করে বলেন, আমি ক্ষমতা ভোগ করতে নয়, জনগণকে কিছু দিতে এসেছি।
তার সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা এখন ঘোষণা করেছে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। স্মার্ট বাংলাদেশে আইটি জ্ঞান, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার (ই-গভর্নেন্স) দিয়ে সজ্জিত একটি স্মার্ট জনসংখ্যা থাকবে।
আরও পড়ুন: বার্ষিক জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন কারণ তাদের আন্তরিক কাজের কারণে দেশটি এগিয়ে চলেছে। তিনি বলেন, আজ বাংলাদেশ এগিয়ে যেতে পেরেছে। কোভিড-১৯ মহামারির সময়েও আমাদের অর্থনীতির চাকা সচল ছিল। তাই, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটি সম্ভব হয়েছে কারণ প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন বিএএসএ’র সভাপতি ও নৌ পরিবহন সচিব মো. মোস্তফা কামাল, ধন্যবাদ জ্ঞাপন করেন বাসার মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বিশ্বব্যাংকের সহযোগিতা করা উচিৎ: প্রধানমন্ত্রী
১ বছর আগে