শুক্লা পোদ্দার
কসমস আতেলিয়ার ৭১-এ চলছে প্রিন্ট মেকিং ওয়ার্কশপ ইমপ্রেশন অব রোকেয়া’স
প্রিন্ট মেকিং শিল্পের পেছনের চিত্তাকর্ষক কৌশল ও গল্পগুলো তুলে ধরতে শিল্পকলার বিশিষ্ট অধ্যাপক রোকেয়া সুলতানার ইমপ্রেশন অব রোকেয়া’স শিরোনামের একটি এক্সক্লুসিভ প্রিন্টমেকিং ওয়ার্কশপ বর্তমানে ঢাকার মালিবাগের কসমস আতেলিয়ার ৭১ -এ চলছে।
প্রখ্যাত শিল্পী ও শিল্পশিক্ষাবিদ এর জন্মদিন উপলক্ষে সোমবার (২৩ জানুয়ারি) এই কর্মশালার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের তরুণ ও বিশিষ্ট শিল্পী অস্মিতা আলম শাম্মী, রুজভেল্ট বেঞ্জামিন, ছবি জুলফিকার, রিফাত জাহান কান্তা, ফারজানা রহমান ববি, মোহাম্মদ রেজওয়ানুর রহমান, বাচ্চু, মিয়া আরিফ, কামরুজ্জোহা, এস এম এহসান ও ভারতীয় শিল্পী শুক্লা পোদ্দার।
অধ্যাপক রোকেয়া সুলতানার এক্সক্লুসিভ ইন্টাগ্লিও প্রসেস-সফটগ্রাউন্ড এবং স্টেনসিল ওয়ার্কশপে চার অতিথি শিল্পী- প্রখ্যাত চিত্রশিল্পী আফরোজা জামিল কনকা, বিশিষ্ট ফটোসাংবাদিক-শিল্পী নাসির আলী মামুন, প্রবীণ শিল্পী ও মুক্তিযোদ্ধা বীরেন সোম এবং শিল্পী-সাংবাদিক জাহাঙ্গীর অংশ নিয়েছেন।
অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন- স্যাম জামিল জুলিয়ান, রুমেসা মাইলক্স ও সৌরভ চৌধুরী।
কসমস আতেলিয়ার ৭১ এবং গ্যালারি কসমসের পরিচালক তেহমিনা এনায়েত ইউএনবিকে বলেন, ‘কসমস গ্যালারি ও কসমস আতেলিয়ার ৭১- দীর্ঘদিন ধরে দেশের শিল্পের অগ্রগতি প্রচারকে অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দশজন প্রতিভাবান এবং অতিথি শিল্পী রোকেয়া সুলতানার সঙ্গে সহযোগিতা করছেন। রোকেয়া সুলতানা বাংলাদেশের অন্যতম বিশিষ্ট ও সফল একজন শিল্পী। এই অনন্য প্রিন্টমেকিং কর্মশালায় ভারতীয় শিল্পী শুক্লা পোদ্দার এবং আমাদের শিল্পাঙ্গণের আরও বেশ কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পী আমাদের সঙ্গে অংশ নিচ্ছেন; এবং তাদের সম্মিলিত অবদান এই প্রচেষ্টাকে আরও সফল করে তুলবে।’
আরও পড়ুন: ইমপ্রেসন অব রোকেয়া'স: কসমস আতেলিয়ার ৭১ এ নকশা খোদাই পদ্ধতির কর্মশালা শুরু
১ বছর আগে