ভারতের ৭৪তম
হিলি স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য বন্ধ
ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে।
এসময় সকাল থেকে পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া হচ্ছে না বলেও জানা যায়।
বন্দরের বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, আজ ২৬ জানুয়ারি ভারতে ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। সেখানে সরকারি ছুটি থাকায় ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এ কারণে সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
আরও পড়ুন: পায়ে হেঁটে ১৫ হাজার কি.মি. পাড়ি দিয়ে রোহান এখন হিলিতে
এদিকে কাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এর ফলে শনিবার সকাল থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান তিনি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো সম্পর্ক নেই। বছরের প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকে বলে জানান তিনি।
আরও পড়ুন: হিলিতে ভারতীয় নাগরিকের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ জব্দ
পেপার স্প্রে করে জঙ্গি ছিনতাই: হিলি সীমান্তে বাড়তি সতর্কতা
১ বছর আগে