আফতাব
সাংবাদিক আফতাব হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার
ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা।
বুধবার দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শালগ্রাম সীমান্ত এলাকা থেকে আসামি রাজু মুন্সীকে গ্রেপ্তার করা হয়।
রাজু মুন্সী (২৫) পটুয়াখালী জেলার নুরুল ইসলাম মুন্সীর ছেলে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেপ্তার: র্যাব
খবর পেয়ে এটিইউ-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায় এবং সীমান্ত এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে।
২০১৩ সালের ২৫ ডিসেম্বর একুশে পদকপ্রাপ্ত দৈনিক ইত্তেফাকের আফতাব আহমেদকে (৭৮) তার পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়।
পরে চালক হুমায়ুন, হাবিব ও বিল্লাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন যে, বাড়িতে ডাকাতি করার সময় তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
পুলিশ জানায়, বিল্লাল তার বাসা থেকে ৭২ হাজার টাকা লুট করে এবং হত্যার সঙ্গে জড়িতদের সঙ্গে টাকা ভাগ করে নেয়।
এছাড়া আফতাব ২০০৬ সালে একুশে পদক পান।
এ ঘটনায় আফতাবের ছেলে মনোয়ার আহমেদ সাগর রামপুরা থানায় অভিযোগ দায়ের করেছেন।
পরে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে।
২০১৭ সালের ২৮ মার্চ মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাজুসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে সাত বছরের কারাদণ্ড দেয়।
এদিকে, হাইকোর্টও নিম্ন আদালতের পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ বহাল রেখেছেন।
এছাড়া ২০১৩ সালে পুলিশ রাজুকে গ্রেপ্তার করে এবং আদালত থেকে জামিন পেয়ে আত্মগোপনে চলে যান।
আরও পড়ুন: না.গঞ্জে পাওয়ার প্লান্টের চীনা কর্মীদের আবাসস্থলে হামলা ও ডাকাতি, গ্রেপ্তার ৫
বাসাইলের সাবেক ইউএনও মঞ্জুরের বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা
১ বছর আগে