পাঁচজন
বলিভিয়ায় খনি দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
বলিভিয়ায় একটি খনিতে ধসের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। বুধবার রাতে লা পাজ শহর থেকে ১৪৯ কিলোমিটর দূরের পশ্চিমাঞ্চলীয় লারেকাজা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশটির স্থানীয় পুলিশের কমান্ডার কর্নেল গুন্থার আগুডো বার্তা সংস্থা সিনহুয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: ম্যাঁখো
আগুডো বলেন, শিগগিরিই এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
দেশটির খনির নীতি বিষয়ক উপমন্ত্রী মার্সেলো ব্যালেস্টেরোস এক সাক্ষাৎকারে বলেছেন, এমন দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা অপরিহার্য।
৬ দিন আগে
যশোরে ‘নকল’ মদ পান করে ২ জনের মৃত্যু
যশোরে ‘নকল’ মদ পান করে দুইজনের মৃত্যু ও তিনজন অসুস্থ হয়ে পড়েছে। জেলার সদর উপজেলায় এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-সদর উপজেলার কচুয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে ইসলাম (৪৫) ও শাহজাহান আলীর ছেলে জাকির হোসেন (২৯)।
আরও পড়ুন: নাটোরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সৎ ছেলে গ্রেপ্তার
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি ইসলাম ও জাকিরসহ পাঁচজন মদ পান করে অসুস্থ হয়ে পড়েন।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, ইসলাম ও জাকিরকে ২৫ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে বৃহস্পতিবার বিকালে ইসলাম মারা যায় এবং শুক্রবার সকালে জাকির মারা যায়।
আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক নাজমুল হাসান জানান, নিহতদের স্বজনরা লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে গিয়ে দাফন করেছেন।পুলিশ বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: নাটোরে রাইস মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু
৭৯৬ দিন আগে