গ্রাম বাংলা
হরুজুরী বিলে হয়ে গেল ১৫০ বছরের ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব
গ্রাম বাংলার ঐতিহ্য পলো বাওয়া উৎসব। প্রতি শীত মৌসুমে একবার উৎসবটি পালন করেন বিল পাড়ের লোকজন। এছাড়া পলো বাওয়া উৎসব গ্রাম বাংলার ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ।
আগেকার দিনে হাওর ও বিল পাড়ের লোকজন উৎসবটি পালন করতেন। তবে কালের পরিক্রমায় এখন পলো বাওয়া উৎসব কমে গেছে।
এরপরও সিলেটের কিছু এলাকায় এখনও শীত মৌসুমে উৎসবটি উদযাপন করা হয়।
উৎসবের আগে গ্রামে গ্রামে জানিয়ে দেয়া হয় উৎসবের তারিখ। খবর জানার পর লোকজন পূর্ব প্রস্তুতি নিয়ে বাজার থেকে নতুন পলো ক্রয় করে।
উৎসবের দিন সকালে নিজ নিজ পলো, হাতাজাল, উড়ালজাল ও লাঠিজাল সহ নানা ধরণের মাছ ধরার জন্য দরবস্ত ইউনিয়নের হরুজরী বিলের পাড়ে গিয়ে জমায়েত হন।
আরও পড়ুন: বিশ্বনাথে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব শুরু
ঘড়ির কাটায় নির্ধারিত সময় বেজে ওঠলেই সবাই মিলে এক সঙ্গে পলো নিয়ে পানিতে ঝাপিয়ে পড়েন হরুজুরী বিলে।
আবার কেউ কেউ বিভিন্ন ধরণের জাল দিয়েও মাছ শিকার করে অনেকটা আনন্দ পান।
এছাড়া বর্তমান যুগে কালের গর্বে সেই উৎসবটি বিলীন হতে চলেছে।
১ বছর আগে