জুতার ভিতর
খুলনায় জুতার ভিতর থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার, আটক ২
খুলনা মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে ১৫টি স্বর্ণের বারসহ দু’জনকে আটক করেছে লবণচরা থানা পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।
তারা ঢাকা থেকে স্বর্ণের এই বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা নিয়ে যাচ্ছিল।
আটকরা হলেন- ইমন ও আবুল হোসেন।
আরও পড়ুন: শার্শায় সীমান্ত থেকে দেড় কোটি টাকার স্বর্ণের বার জব্দ
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ইমন ও আবুল হোসেন নামে দুই জন টুঙ্গিপাড়া এক্সপ্রেসে ঢাকা থেকে খুলনায় আসেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা খুলনার জিরো পয়েন্ট এলাকায় বাস থেকে নেমে অন্য বাসে সাতক্ষীরা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের তল্লাশি করে। তাদের জুতার ভেতর থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এই বারগুলোর ওজন প্রায় এক কেজি ৭৫০ গ্রাম।
তিনি আরও জানান, একজনের বাড়ি চট্টগ্রাম ও অপরজনের বাড়ি কুমিল্লা। তবে তারা দু’জনই ঢাকায় থাকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বারগুলো তারা ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আরও পড়ুন: বেনাপোলে এক কোটি টাকা সমমূল্যের স্বর্ণের বার উদ্ধার
সীতাকুণ্ডে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
১ বছর আগে