পরীক্ষার ফল
এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ: সিলেট বোর্ডে পরিবর্তন হয়েছে ৫১ শিক্ষার্থীর
এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে ৫১ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ২৩ জন। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন পরীক্ষার্থী।
বাকি ১৫ জনের গ্রেড পরিবর্তন হলেও পরিবর্তিত ফলাফলে কোনো শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পায়নি।
শুক্রবার (১০ মার্চ) এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীকক্ষার ফল প্রকাশ করা হয়।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫০ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
জানা গেছে, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের চার হাজার ৮৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়। এ বছর বোর্ডের ৮১ দশমিক চার শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল বলেন, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীকক্ষায় ৫১ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে ১৩ জন জিপিএ-৫ পেলেও ফেল থেকে কেউ জিপিএ-৫ পায়নি।
আরও পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২২: ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
৭৮৩ দিন আগে
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল বুধবার প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২২ সালের ৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এ বছর মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে ও পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে।
এবছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ৮ ফেব্রুয়ারি
৮১৫ দিন আগে
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ৮ ফেব্রুয়ারি
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।
রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ পরীক্ষার ফল প্রকাশে ৭-৯ ফেব্রুয়ারি সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠালে তিনি ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেন।
আরও পড়ুন: এইচএসসির ফলপ্রকাশ ৭ থেকে ৯ ফ্রেব্রুয়ারির মধ্যে
গত বৃহস্পতিবার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সময় নির্ধারণ করায় আগামী ৮ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপর সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
ওইদিন দুপুর ১২টার পর থেকে ফলাফল জানা যাবে।
আরও পড়ুন: পটুয়াখালীতে কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম
বিশ্বনাথে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত
৮২৪ দিন আগে