আস্থা অর্জন
ঢাকাবাসীর আস্থা অর্জনে ডিএসসিসি ইতিহাস রচনা করেছে: ডিএসসিসি মেয়র
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘নির্ধারিত সময়ে মার্কেট নির্মাণ শেষ করে তা ক্ষতিগ্রস্ত দোকানিসহ অন্যান্যদের যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি ঢাকাবাসীর আস্থা অর্জনেও ডিএসসিসি ইতিহাস রচনা করেছে।’
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে আজিমপুরে ‘আজিমপুর আধুনিক নগর মার্কেটের শুভ উদ্বোধন এবং দোকানের চূড়ান্ত বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।
আরও পড়ুন: কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র
তাপস বলেন, ‘এই মার্কেটটি তুলা মার্কেট নামে পরিচিত ছিল। এখানে মাত্র ১৫ জন দোকানি জরাজীর্ণ অবস্থায় কোনোরকমে তাদের দোকানের কার্যক্রম চালাতেন। করোনার মাঝেই ২০২০ সালের নভেম্বর মাসে এই মার্কেট নির্মাণে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি। তখন অনেকেই শঙ্কিত ছিল। কারণ, ঢাকা সিটি করপোরেশনের অতীতের ইতিহাসে দেখা যায় যে, ক্ষতিগ্রস্তরা ক্ষতিগ্রস্তই থেকে গেছেন। দীর্ঘদিন হয়ে গেলেও নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। এক মেয়র গিয়ে আরেক মেয়র আসে। ১৩, ১৫ ও ১৮ বছর হয়ে গেলেও মার্কেট নির্মাণ শেষ হতো না। তাই স্বাভাবিকভাবেই এই মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকানদাররা শঙ্কায় ছিলেন যে, তারা আর ব্যবসায় ফিরে আসতে পারবেন কি না?’
‘আমরা কথা দিয়েছিলাম, নির্ধারিত সময়ের মাঝেই নির্মাণ সম্পন্ন করব এবং আবারও এখানে ব্যবসা পরিচালনার সুব্যবস্থা করে দেব। ঢাকা দক্ষিণ সিটি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে। অত্যন্ত সুন্দর ও নান্দনিক এই নগর মার্কেট শুধু ক্ষতিগ্রস্তরাই নয়, আমরা ১১৭ জনের রুটিরুজির ব্যবস্থা করতে সক্ষম হয়েছি।’
স্বাক্ষর জাল করে বিনা অনুমতিতে ওয়াসার সড়ক খননের ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে এসময় মেয়র বলেন, ‘গতকাল আমরা লক্ষ করলাম, ওয়াসা ২৬ নম্বর ওয়ার্ডে ভুয়া কাগজ দেখিয়ে বিনা অনুমতিতে সড়ক খনন করা হয়েছে। একটি সংস্থা কীভাবে আমাদের নির্বাহী প্রকৌশলীর সই জাল করে ভুয়া কাগজ সৃষ্টির মাধ্যমে এ ধরনের কাজ করে? এটি খুবই ন্যাক্কারজনক, দুঃখজনক! এ ধরনের ন্যাক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত কাজে যদি কোনো সংস্থা লিপ্ত হয়, তাহলে সমন্বয়ের কোনো সুযোগ থাকে না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে যাত্রাবাড়ী সড়ক খননের জন্য ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ আমাদের চিঠি লিখে দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতরাং লালবাগের ঘটনায়ও ওয়াসা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে (প্রতিষ্ঠানকে) কালো তালিকাভুক্ত করবে বলে আমি আশা করি। এ ছাড়াও, এ বিষয়টি আমরা স্থানীয় সরকার মন্ত্রীকে অবগত করব। আশা করব, মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠানে ১৫ জন ক্ষতিগ্রস্তসহ বরাদ্দপ্রাপ্ত অন্যান্যদের মাঝে বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: রাজস্ব আদায়ে ফের নতুন মাইলফলক সৃষ্টি: ডিএসসিসি মেয়র
২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে সক্ষম হব: ডিএসসিসি মেয়র
৪ মাস আগে
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিন, তাদের আস্থা অর্জন করুন: পুলিশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস পুলিশ ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আধুনিক সময়ের জন্য নাগরিক সেবার ধারণাকে অগ্রাধিকার দিয়ে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, যাতে পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পারে।’
তিনি আরও বলেন যে পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে, কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কোনো দুর্যোগ মোকাবিলা, সন্ত্রাস দমন ও অন্যান্য কাজে যায় তখন জনগণের সহযোগিতা অপরিহার্য।
আরও পড়ুন: রাজশাহীতে প্রধানমন্ত্রী ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন রবিবার
শেখ হাসিনা যেকোনো বিপদের সময় জনগণ যাতে নিরাপদ বোধ করে তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন। তিনি বলেন, ‘সেটা মাথায় রেখে পুলিশকে পেশাদারিত্ব ও সহানুভূতির সঙ্গে জনগণের আস্থা অর্জন করতে হবে।’
প্রধানমন্ত্রী এক বছর মেয়াদি এএসপি প্রবেশনার প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পাঁচ সহকারী পুলিশ সুপারের (এএসপি) হাতে পুরস্কার তুলে দেন।
'শ্রেষ্ঠ শিক্ষানবিশ' পুরস্কার পেয়েছেন সাকিবুল আলম ভূঁইয়া এবং 'শ্রেষ্ঠ একাডেমিক পারফর্মার' হয়েছেন জাহাঙ্গীর কবির। রাসেল রানা 'বেস্ট শ্যুটার', সাজ্জাদুর রহমান 'বেস্ট হর্সম্যানশিপ' এবং শুভ্র দেব 'বেস্ট ইন-ফিল্ড পারফর্মার'-এর পুরস্কার লাভ করেন।
এর আগে শেখ হাসিনা কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।
পুলিশ একাডেমিতে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) আবু হাসান মুহাম্মদ তারিক তাকে স্বাগত জানান।
আরও পড়ুন: অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে: প্রধানমন্ত্রী
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মূল চাবিকাঠি ডিজিটাল কানেক্টিভিটি: প্রধানমন্ত্রী
১ বছর আগে