সাবেক ইউপি
চুয়াডাঙ্গায় কৃষকলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় জেলা কৃষকলীগ সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে গোলাম ফারুকের নিজ এলাকা সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মমিনপুর বাজারে যুবলীগের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ২০
তিনি মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
স্থানীয়রা জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গোলাম ফারুকের বাসা-বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর মোমিনপুর বাজারে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন তিনি। এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
গোলাম ফারুকের ফুপাতো ভাই মোস্তাফিজুর রহমান মাজু বলেন, ‘বাজারে বাজার করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জিলুরের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাকে লাঠি দিয়ে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’
এ ঘটনায় মমিনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
আরও পড়ুন: ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষককে কুপিয়ে পিটিয়ে হত্যা
৪ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ায়া সাবেক এক ইউনিয়ন পরিষদ(ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
রবিবার বাঞ্ছারামপুর উপজেলায় নিহত ৪৫ বছর বয়সী সাবেক ইউপি সদস্য অলি মিয়া সলিমাবাদকে হত্যা করা হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে রবিবার বিকালে তাতুয়াকান্দি গ্রামে অলির প্রতিপক্ষরা তাকে নির্বিচারে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ দু’জনকে আটক করে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গৃহবধূর আত্মহত্যা!
ময়মনসিংহে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা!
১ বছর আগে