৬ ঘন্টা
নিখোঁজের ৬ ঘন্টা পর সুরমা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
সিলেটের কানাইঘাটে সুরমা নদী দিয়ে গরু পার করার সময় পানিতে ডুবে নিখোঁজ বৃদ্ধের লাশ ছয় ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে স্থানীয় নক্তিপাড়া গ্রাম সংলগ্ন সুরমা নদএত তার লাশ ভেসে ওঠে।
নিখোঁজ আব্দুর রব (৬০) দিঘীরপাড় পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
জানা যায়, এদিন সকাল ৯টার দিকে আব্দুর রব তার কয়েকটি গরু নিয়ে মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদী পার হওয়ার সময় পানিতে তলিয়ে যান। তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা সুরমা নদীর আশপাশ স্থানে খোঁজাখুজি করে না পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল সুরমা নদীর আশপাশে তল্লাশি চালিয়ে আব্দুর রবের সন্ধান পাননি।
কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কানাইঘাট থানা পুলিশের উপস্থিতিতে আব্দুর রবের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: জাবি’র হল থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামে নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
৬ ঘন্টা পর চাঁদপুর-শরিয়তপুর রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে চাঁদপুর –শরিয়তপুর ফেরি সার্ভিস ছয় ঘন্টা বন্ধ থাকার পর তা পুনরায় চালু হয়েছে। লঞ্চ বন্ধ থাকার সময় উভয় পাশে আটকে ছিল প্রচুর সংখ্যক যানবাহন। ওদিকে ঘন কুয়াশায় গভীররাতে নদীর মাঝে আটকে যায় অনেক লঞ্চ।
সোমবার সকাল ৯টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি ) এর হরিণা ফেরিঘাটের ম্যানেজার ফয়সল আলম চৌধুরি ইউএনবিকে জানান ,ঘন কুয়াশায় নদীতে কিছুই দেখা যাচ্ছিল না। তাই গতরাত ৩টা থেকে সকাল ৯টা পযর্ন্ত ছয় ঘন্টা নদীতে নৌ দুঘর্টনা এড়াতে চাঁদপুরের হরিণা ও শরিয়তপুরের নরসিংহপুর রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন: দুই রুটে ১১ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
তিনি জানান, এ ফেরি রুটে বতর্মানে ছয়টি ফেরি চলছে। ওদিকে ঘন কুয়াশার কারণে চাঁদপুর–ঢাকা লঞ্চ রুটে গভীর রাতে ঘন কুয়াশায় মেঘনা ও পদ্মায় অনেক যাত্রীবাহি লঞ্চ আটকে যায়। ফলে, চাঁদপুরঘাটে নির্ধারিত সময় ভোরে পৌঁছতে না পেরে ৫/৬ ঘন্টা পরে এসব লঞ্চ যাত্রী নিয়ে চাঁদপুর ঘাটে পৌঁছতেছে।
চাঁদপুর ঘাটের লঞ্চ মালিক প্রতিনিধি আলী আজগর ও রুহুল আমিন জানান, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সোনারতরী, মেঘনা রানী ও মিতালী লঞ্চ এখনও ঘাটে পৌঁছেনি। তিন থেকে চার ঘন্টা দেরি হচ্ছে। লঞ্চের ভেতরে খাবারের অভাবে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। আবার আজ সকালে চাঁদপুর থেকে ঢাকামুখী যে সব লঞ্চ- রফ রফ, সোনারতরী, ঈগলসহ আরও কিছু লঞ্চ চাঁদপুর ছেড়েছে। সেগুলোও পথে আটকে ছিলো কুয়াশার কারণে। ঘন কুয়াশার কারণে ঢাকায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত
১ বছর আগে