নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার
শুক্রবার রাজধানীতে গণমিছিলের ঘোষণা বিএনপির
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন করতে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে গণমিছিলের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার (৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজনৈতিক কর্মসূচিতে ‘হামলার’ বিষয়ে বিদেশি কূটনীতিকদের জানাল বিএনপি
তিনি বলেন, বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর ইউনিট তাদের এক দফা দাবি আদায়ে চাপ সৃষ্টি করতে জুমার নামাজের পর পৃথক মিছিল বের করবে।
তিনি আরও বলেন, অন্যান্য বিরোধী দল যারা যুগপৎ আন্দোলন করে আসছে তারাও নিজ নিজ অবস্থান থেকে অনুরূপ কর্মসূচি পালন করবে।
এদিকে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দেবে না বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
এছাড়া মিছিলে বাধা দিলে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন: সময় ও একাত্তর টিভির টকশোতে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির
এডিস মশার চেয়েও ভয়াবহ বিএনপি: হাছান মাহমুদ
১ বছর আগে
রাজধানীতে ৯ ও ১২ ফেব্রুয়ারি আরও দুটি পদযাত্রার ঘোষণা বিএনপির
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে আগামী ৯ ও ১২ ফেব্রুয়ারি রাজধানীতে আরও দুটি পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং ১০ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট আবারও পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছে।’
আরও পড়ুন: দেশব্যাপী ১১ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি ঘোষণা গণতন্ত্র মঞ্চের
কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ ইউনিট ৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে এবং ঢাকা মহানগর উত্তর ইউনিট ১২ ফেব্রুয়ারি দুপুর ২টায় শ্যামলী খেলার মাঠ থেকে বসিলা সাত রাস্তা মোড় অভিমুখে পদযাত্রা করবে।
এর আগে গত ২৮, ৩০, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিটের নেতাকর্মীরা ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেন।
পরে ১০ দফা দাবি মেনে নিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ৪ ফেব্রুয়ারি (শনিবার) সারাদেশের সব ইউনিয়নে আরেকটি পদযাত্রার কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি।
আরও পড়ুন: ১১ ফেব্রুয়ারি সব ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির
১ বছর আগে
গাবতলী থেকে মিরপুর পর্যন্ত বিএনপির তৃতীয় পদযাত্রা শুরু
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানীর মিরপুর থেকে গাবতলী অভিমুখে মিছিল শুরু করেছেন বিএনপির ঢাকা উত্তর মহানগর শাখার নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকাল ৩টা ২০ মিনিটে গাবতলী এসএ খালেক পরিবহন ময়দানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
এটি বিএনপির তৃতীয় কর্মসূচি। এর আগে দলের ঢাকা উত্তর সিটি ইউনিট শনিবার বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত এবং ঢাকা দক্ষিণ সিটি ইউনিট সোমবার যাত্রাবাড়ী থেকে জুরাইন পর্যন্ত পদযাত্রা করে।
আরও পড়ুন: রাজধানীতে ২৮ জানুয়ারি থেকে ৪ দিনব্যাপী পদযাত্রা কর্মসূচির ঘোষণা বিএনপির
পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত ভাষণে মোশাররফ বলেন, বিএনপি যখনই কোনো কর্মসূচি ঘোষণা করে তখনই ‘দখলকারী’ সরকার সহিংসতার কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ‘কিন্তু বিএনপি বিভিন্ন বাধা অতিক্রম করে শান্তিপূর্ণভাবে ১০টি সমাবেশ করেছে। এছাড়াও আমরা শান্তিপূর্ণভাবে আরও অনেক কর্মসূচি পালন করেছি। বাস্তবতা হলো বিএনপি যখনই কোনো কর্মসূচি নিয়ে আসে তখনই সরকার ক্ষমতা হারানোর ভয় পায়।
তিনি বলেন, সরকার ব্যাপক লুণ্ঠন ও বিপুল অর্থ বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, দেশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের পতন নিশ্চিত করতে জনগণ রাজপথে নেমেছে। ‘এই সরকার যত তাড়াতাড়ি ক্ষমতা ছাড়বে, দেশের ততই মঙ্গল।’
বিএনপি সহিংসতা ও বিশৃংখলা করে না তা প্রমাণ করতে তিনি আগের সব কর্মসূচির মতো শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে মানুষ খুবই কঠিন সময় পার করছে।
তিনি বলেন, সরকার দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ইউটিলিটি সার্ভিসের দামও বাড়াচ্ছে। ‘দেশ ও এর জনগণকে বাঁচাতে এবং গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার করতে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার কোনো বিকল্প নেই।’
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রকে হত্যা করছে বা যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে তাদের সমর্থন করছে, অথচ বিএনপি বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। ‘জনগণের সঙ্গে মিলে আন্দোলনের মাধ্যমে আমাদের আবারও এটি (গণতন্ত্র) পুনরুদ্ধার করতে হবে।’
ব্যানার, জাতীয় ও দলীয় পতাকা, ফেস্টুন ও দলের শীর্ষ নেতাদের প্রতিকৃতি নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে যোগ দেন।
আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ২৮, ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি রাজধানীতে চারদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
বুধবার ঢাকা দক্ষিণ সিটি ইউনিটের মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থেকে জুরাইন পর্যন্ত বিএনপির ২য় পদযাত্রা শুরু
শাহজাদপুর থেকে মালিবাগ বিএনপির পদযাত্রা শুরু
১ বছর আগে