নিহত ২৮
বুরকিনা ফাসোতে পৃথক হামলায় নিহত ২৮
বুরকিনা ফাসোতে দুটি পৃথক হামলায় সেনা ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। রবি ও সোমবার এসব হামলা চালানো হয়। পৃথক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী ও এক আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছে।
ক্যাসকেডস অঞ্চলের গভর্নর কর্নেল জ্য চার্লস দিত ইয়েনাপোনো জানিয়েছেন, পশ্চিম বুরকিনা ফাসোর কোমো প্রদেশে কোট ডি'ভোয়ার সীমান্তে রবিবার অজ্ঞাত সশস্ত্র লোকদের হাতে ১৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
আরও পড়ুন: বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৫
তিনি আরও জানান, রবিবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা প্রদেশের লিঙ্গুয়েকোরো গ্রামে দুটি মিনি-বাস আটক করে।
এছাড়া মোট ২৪টি মিনি বাসের মধ্যে নয়জন যাত্রীকে মুক্ত করা হয়েছে এবং দুটি মিনি কারে আগুন দেয়া হয়েছে এবং অন্য যাত্রীদের অপহরণ করা হয়েছে।
এক বিবৃতিতে কর্মকর্তা বলেছেন, যে গ্রামের কাছ থেকে তাদের অপহরণ করা হয়েছিল সেখানে সোমবার গুলিবিদ্ধ ১৫ জনের লাশ পাওয়া গেছে।
সেনাবাহিনী মঙ্গলবার একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সেনা প্রদেশের ফালানগাউতু এলাকায় অজ্ঞাত সশস্ত্র হামলাকারীদের হামলায় ১০ জন সেনা, দুই সেনা সহায়ক এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
আরও পড়ুন: বুরকিনা ফাসোতে চরমপন্থীদের হাত থেকে ৬৬ নারী-শিশু মুক্ত
বুরকিনা ফাসোতে জঙ্গী হামলায় নিহত ২০
১ বছর আগে