বাবা-ছেলে খুন
জমি নিয়ে বিরোধ: ময়মনসিংহে প্রতিপক্ষের হাতে বাবা-ছেলে খুন
ময়মনসিংহ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলে খুন হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে সদর উপজেলার চুরখাইয়ের জামতলায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই এলাকার আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০)।
আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-নিহত আবুল খায়েরের ভাই আবুল হাসেম (৪৫), আবুল খায়েরের ছেলে রিফাত (২২) ও আবুল হাসেমের ছেলে আবু সাঈদ (২০)।
স্থানীয়রা জানায়, ময়মনসিংহ সদরের চুরখাই জামতলা গ্রামের আব্দুল খায়ের ও কামাল গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার বিরোধপূর্ণ জমি মাপার কাজ চলছিল। এসময় মাপার কাজ শেষে দুইপক্ষই ঘটনাস্থল থেকে চলে আসে। এক পর্যায়ে খায়ের ও তার ছেলের সঙ্গে কামাল গংদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কামাল গং দেশীয় অস্ত্র নিয়ে আবুল খায়েরের লোকদের ওপর হামলা চালায়।
এসময় খায়ের গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বাবা আব্দুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেনকে (২০) মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ১২ ঘন্টায় ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আরও ১জন খুন
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয় চেয়োরম্যানের বরাত দিয়ে ওসি আরও জানান, দীর্ঘদিন ধরে একই পরিবারের চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পরে বিরোধ মীমাংসার জন্যে জমি মাপা হয়।
নিহত আবুল খায়ের তার ছেলেদের নিয়ে বিরোধ সংক্রান্ত জমিতে গেলে তার চাচাতো ভাই কামাল তার ছেলেদের নিয়ে আবুল খায়েরের পরিবারের ওপর হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: আরবি পড়তে যাওয়ার পথে খুন হলো ৯ বছরের শিশু
১ বছর আগে