প্রমোদতরি
প্রমোদতরি ‘এম ভি গঙ্গা বিলাস’: ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনে ২৫ বিদেশি পর্যটক
খুলনার বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ঘুরে দেখলেন ‘এম ভি গঙ্গা বিলাস’ প্রমোদতরিতে করে বাংলাদেশে আসা ২৫জন বিদেশি পর্যটকের একটি দল। শনিবার বিকাল ৪টার দিকে ওই পর্যটকেরা ষাট গুম্বুজ মসজিদ চত্বরে প্রবেশ করেন এবং পরবর্তী এক ঘন্টা ধরে তারা মসজিদের ভিতর এবং বাইরের অংশ ঘুরে দেখেন।
২৫জন বিদেশি পর্যটকের মধ্যে ২৪ জন সুইজারল্যান্ড এবং একজন জার্মান নাগরিক।
প্রথমে তারা ষাট গম্বুজ মসজিদ চত্বরের জাদুঘরে গিয়ে খানজাহানের সময়ের বিভিন্ন প্রত্নতত্ত্ব দেখেন। এরপর তারা ষাট গম্বুজ মসজিদ ঘুরে দেখেন। এসময় তাদের অনেকেই ক্যামেরা ও মোবাইল ফোনে মসজিদের ছবি ধারণ করেন।
ষাট গম্বুজ মসজিদের অনন্য স্থাপত্যশৈলী এবং লাল পোড়া ইটের উপরে নয়নাভিরাম কারুকার্য ও ইটের দেয়ালে দৃষ্টিনন্দন টেরাকোটা দেখে মুগ্ধতার কথা জানান বিদেশি পর্যটকরা।
তারা জানান, বহুপুরাতন এই মসজিদের স্থাপত্যশৈলী অসাধারণ, যা তাদের মুগ্ধ করেছে। তারা মসজিদের ইতিহাস জানার চেষ্টা করেছেন।
ষাট গম্বুজ মসজিদে তাদেরকে ফুল দিয়ে অভ্যার্থনা জানান বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন- বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল-আসাদ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বাগেরহাট যাদুঘরের কাস্টোডিয়ান যায়েদ, ষাট গম্বুজ মসজিদের ইমাম মো. হেলাল উদ্দিন এবং ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান।
আরও পড়ুন: গঙ্গা বিলাস প্রমোদতরি বাংলাদেশ ও ভারতকে সংযুক্ত করতে নদীর শক্তি প্রদর্শন করেছে: প্রণয় ভার্মা
১ বছর আগে
গঙ্গা বিলাস প্রমোদতরি বাংলাদেশ ও ভারতকে সংযুক্ত করতে নদীর শক্তি প্রদর্শন করেছে: প্রণয় ভার্মা
নদীপথে বিশ্বের দীর্ঘতম যাত্রাকারী প্রমোদতরি ‘এম ভি গঙ্গা বিলাস’ শনিবার বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছালে প্রমোদতরির যাত্রীদের স্বাগত জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
গত ১৩ জানুয়ারি ভারতের বারানসি থেকে পতাকা উড়িয়ে প্রমোদতরিটির যাত্রার সূচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ঢাকায় ভারতীয় হাইকমিশন বলেছে, এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রমোদতরিতে পর্যটন বৃদ্ধির সম্ভাবনা দেখিয়েছে।
এটি আরও জানায়, বাংলাদেশে প্রমোদতরিটির যাত্রায় বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য এবং সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ দিয়েছে।
আরও পড়ুন: জাহাজের শুভেচ্ছা সফর ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক: প্রণয় ভার্মা
১ বছর আগে