বাংলা চলচ্চিত্র উৎসব
ঢাবিতে পাঁচ দিনব্যাপী বাংলা চলচ্চিত্র উৎসব শুরু
ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি (ডিইউএফএস) ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে 'আমার ভাষা চলচ্চিত্র উৎসব' নামে পাঁচ দিনব্যাপী বাংলা চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এবং ডিইউএফএস-এর মডারেটর হাবিবা রহমান এবং ডিইউএফএস-এর সভাপতি শিয়ান শাহরিয়ার আলমগীর।
রবিবার টিএসসি অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়েছে, যেখানে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২২টি বাংলা ক্লাসিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আরও পড়ুন: দুই বছর পর ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হচ্ছে বইমেলা
আজ যে কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে সেগুলো হল সিমানা পেরিয়ে, গোলাপী এখন ট্রেনে, বেহুলা, ইন্টারভিউ, আবার তোরা মানুষ হো, আনন্দ অশ্রু, শিল্প শহর স্বপ্নলোক, বাঞ্চারামের বাগান এবং মন্দ মেয়ের উপখ্যান।
আগামী তিন দিনের মধ্যে প্রদর্শিত হওয়ার জন্য নির্ধারিত কিছু চলচ্চিত্র হল চিত্রাঙ্গদা, পরবাসী, ঢেউ, দূরে, মানিকবাবুর মেঘ, বল্লভপুরের রূপকথা, শিমু, কুড়া পক্ষীর শূন্যে উড়া, হাওয়া, ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা, দামাল এবং সাঁতাও।প্রতিদিন চারটি সেশনে চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রথম স্ক্রীনিং প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে, দ্বিতীয়টি প্রতিদিন দুপুর ১টায় শুরু হবে, তৃতীয়টি বিকাল ৩টা ৩০ মিনিটে এবং শেষ স্ক্রীনিং শুরু হবে সন্ধ্যা ৬টায়।
দর্শনার্থীরা ভেন্যুতে প্রবেশের জন্য টিকিট কিনতে হবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
প্রতিটি ছবির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
আরও পড়ুন: আলোকচিত্র প্রদর্শনী 'প্রত্যাশা: অভিবাসীদের আশা' শুরু মঙ্গলবার
টাঙ্গাইলে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধন
১ বছর আগে