কুতুপালং ট্রানজিট ক্যাম্প
তুমব্রু থেকে দ্বিতীয় দফায় ২৭৩ রোহিঙ্গাকে ট্রানজিট ক্যাম্পে নেয়া হয়েছে
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের সংঘাতের জেরে বাসে করে দ্বিতীয় দফায় ২৭৩ জন রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নেয়া হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান চৌধুরী উপস্থিত থেকে দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের সরানোর কার্যক্রম শুরু হয়।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, সীমান্তে থাকা রোহিঙ্গাদের দ্বিতীয় দফায় মোট ২৭৩ জনকে (৫৩ পরিবার) কুতুপালংস্হ ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তাদেরকে নিবন্ধন যাচাই করে বিভিন্ন ক্যাম্পে পাঠানো হবে। এখানে আগত যেসব রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া যাবে, তাদের ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে বলেও জানিয়েছেন মিজানুর রহমান।
দুই দফায় এই পর্যন্ত ৪৫৯ জনকে তুমব্রু সীমান্ত থেকে কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: তুমব্রু থেকে ট্রানজিট ক্যাম্পে নেয়া হয়েছে ১৮০ রোহিঙ্গাকে
‘তুমব্রু সীমান্তে অবস্থান নেয়া রোহিঙ্গারা নিবন্ধিত কি না যাচাই করা হবে’
তুমব্রুতে ডিজিএফআই অফিসারকে মাদককারবারীদের গুলির সত্যতা প্রকাশ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১ বছর আগে