ঢাকা মহানগর দক্ষিণ
এক দফা আন্দোলন: বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার বিশাল মিছিল
চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর বাড্ডা ও কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে মালিবাগের দিকে পৃথক দুটি মিছিল নিয়ে আসে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
বিরোধী দলের এক দফা দাবি মেনে নিতে সরকারের উপর চাপ সৃষ্টি করেই এই কর্মসূচির উদ্দেশ্য।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠান।
এদিন বিকাল সাড়ে ৩টার দিকে বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে ঢাকা উত্তর মহানগর শাখার মিছিলের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে এই বিএনপি নেতা অভিযোগ করেন, সরকার দমনমূলক কর্মকাণ্ড ও বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী দলের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার কোনোভাবেই আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না। ‘কোনোকিছুই এবার আমাদের দমাতে পারবে না।’
ফখরুল বলেন, সরকার যাতে ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনের নামে আরেকবার খেলা করতে পারে, তাই নির্বাচন কমিশন (ইসি) দুটি অখ্যাত দলকে নিবন্ধন দিয়েছে।
তিনি বলেন, দেশের জনগণ এবার ক্ষমতাসীন দলকে কোনো অন্যায় খেলা খেলতে দেবে না।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করাই আমাদের লক্ষ্য: ফখরুল
১ বছর আগে
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি পেয়েছে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শনিবার (১০ জুন) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করবে।
সমাবেশের কারণ হিসেবে থাকছে দলটির আমির ডা. শফিকুর রহমানের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবি।
আরও পড়ুন: বিএনপি-জামায়াত সারাদেশে নাশকতার ছক এঁকেছে: তথ্যমন্ত্রী
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে।
আরও পড়ুন: পলাশবাড়ি পৌর জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
সিলেটে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৬৭ জন কারাগারে
১ বছর আগে
তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ইউএনবিকে বলেন, ‘তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ায় দলের গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করে বুধবার রাতে আমাদের জ্যেষ্ঠ নেতারা একটি বৈঠক করেন এবং পদযাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নেন।’
তিনি বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুর খবরের মধ্যে তাদের দলের নেতারা মনে করেন বৃহস্পতিবার এই পদযাত্রার কর্মসূচি পালন করা ঠিক হবে না। পদযাত্রার নতুন তারিখ পরে জানানো হবে।
তুরস্ক ও সিরিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
আরও পড়ুন: ১১ ফেব্রুয়ারি সব ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর গোপীবাগ থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে পদযাত্রা করার কথা ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীতে দলের দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করেন।
১২ ফেব্রুয়ারি দুপুর ২টায় শ্যামলী খেলার মাঠ থেকে বসিলা সাত রাস্তা মোড় অভিমুখে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
আরও পড়ুন: রাজধানীতে ৯ ও ১২ ফেব্রুয়ারি আরও দুটি পদযাত্রার ঘোষণা বিএনপির
১ বছর আগে