ভারতীয় তরুণী
কাশ্মীর থেকে সাইকেল চালিয়ে ভারতীয় তরুণী বাংলাদেশে!
চার হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে শান্তির বার্তা পৌঁছে দিতে ভারতের কাশ্মীর থেকে বাংলাদেশে এসেছেন ছাবিতা মাহাতো নামে এক তরুণী। তিনি ঘুরে দেখবেন রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ঢোকেন ভ্রমণপিপাসু সাবিতা মাহাতো। পরে বাংলাদেশ ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষে জয়পুরহাটে উদ্দেশ্যে রওনা দেন তিনি।
আরও পড়ুন: প্লাস্টিকের ভয়াবহতা বোঝাতে বাংলাদেশে ভারতীয় যুবক
১ বছর আগে
ফেসবুকে প্রেম, ভারতীয় তরুণী সিলেটে
প্রেমের টানে সিলেটের জৈন্তাপুরে এসে আটক হলেন নাইকো দাস (১৯) নামে এক ভারতীয় তরুণী। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার গোয়াবাড়ী মুজিবনগর এলাকা থেকে ওই তরুণীকে আটক করে বিজিবি। তাকে বিএসএফ’র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আটক নাইকো দাস ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে।
আরও পড়ুন: ফেসবুকে প্রেম: ব্রাজিল থেকে তরুণী সিলেটে
নাইকো জানান, ফেসবুকে বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলা উদ্দিনের ছেলে আলমাস উদ্দীনের (২৫) সঙ্গে পরিচয় হয় তার। এ পরিচয়ের সূত্র ধরে এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বাংলাদেশি ওই যুবকের পরামর্শে তিনি বাংলাদেশে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাইকো দাস নামে ভারতীয় এক তরুণীকে আটক করা হয়েছে।
ভারতীয় এসপিটিলা বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: যশোরে ভারত-বাংলাদেশের ৯০ শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে আন্তর্জাতিক প্রদর্শনীতে
১ বছর আগে