বতসোয়ানা
বতসোয়ানায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত, ৭ জন আহত
বতসোয়ানার উত্তর-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং সাতজন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
বতসোয়ানার উত্তরাঞ্চলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সুপারিনটেনডেন্ট রবার্ট মেসে বলেছেন, বতসোয়ানার দ্বিতীয় বৃহত্তম শহর ফ্রান্সিসটাউনের উত্তর-পশ্চিমে একটি রাস্তায় একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন আহত
ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু
পাকিস্তানে কয়লা খনি নিয়ে দুই উপজাতির মধ্যে সংঘর্ষে নিহত ১৫
১ বছর আগে
বতসোয়ানার সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক সই
বাংলাদেশ আফ্রিকার দেশ বতসোয়ানার সঙ্গে একটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
এরমধ্যে একটি হলো, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় সংক্রান্ত একটি চুক্তি এবং অপরটি হলো দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শ সভা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ)।
বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে দেশটির প্রতিমন্ত্রী লেমোগাং কোয়াপে-এর সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে তারা এ চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরে প্রতিমন্ত্রী দুই দিনের সফরে বতসোয়ানায় রয়েছেন। এসময় বতসোয়ানায় স্বীকৃত বাংলাদেশের হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বতসোয়ানার পররাষ্ট্রমন্ত্রী লেমোগাং শাহরিয়ারের এই সফরকে সম্পর্ক জোরদার করার পারস্পরিক ইচ্ছার প্রতীক হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেছেন, বতসোয়ানা ও বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করতে পারে এবং সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করতে পারে।
তিনি আরও বলেন, দুই পক্ষই জাতিসংঘ ও কমনওয়েলথের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সহযোগিতা করছে এবং সংস্থাগুলোতে একে অপরকে সমর্থন করছে।
লেমোগাং শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছাও প্রকাশ করেছেন।
আরও পড়ুন: কানাডা পটাশিয়াম সার বিক্রি অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী
১ বছর আগে