শ্বাশুড়ি গ্রেপ্তার
চাঁদপুরে স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, শ্বাশুড়ি গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নায়েরগাও উত্তর ইউনিয়নের বকচর গ্রামে স্ত্রী খাদিজা আক্তার নামে এক নারীর গায়ে আগুন দিয়ে পুড়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রবিবার ( ১৪ এপ্রিল) জামাতা ইব্রাহিম ও মেয়ের শ্বাশুড়িকে আসামি করে থানায় মামলা করেছেন নিহত খাদিজার বাবা খোকন মিয়া।
ইব্রাহিম প্রধান একই (বকচর) গ্রামের আব্দুল মোতালেব প্রধানের ছেলে।
এ ঘটনায় শ্বাশুড়ি যায়েদা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনায় দিনমজুর স্বামী ইব্রাহিম প্রধান পলাতক রয়েছেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা ইউএনবিকে জানান, ঈদুল ফিতরের দিন(১১ এপ্রিল) সকাল ৭টার দিকে ইব্রাহিম প্রধান শ্বশুরবাড়ি থেকে যৌতুক না পেয়ে স্ত্রী খাদিজা আক্তারের শরীরে শ্যালো মেশিনের ডিজেল ঢেলে হঠাৎ আগুন ধরিয়ে দেয়। এ সময় খাদিজার চিৎকারে ছুটে এসে প্রতিবেশী মনির ও মহসিন পাটের বস্তা ভিজিয়ে আগুন নেভায়। এরই মধ্যে শরীরের অনেকাংশই পুড়ে যায়। পরে খাদিজাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দেড়টায় মারা যায় খাদিজা।
আরও পড়ুন: গাজীপুরে অটোরিকশার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ
খাদিজার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিষয়টি গোপন করে ১৩ এপ্রিল তড়িঘড়ি করে তার লাশ দাফন করা হয়।
ভিকটিম খাদিজা ইব্রাহিমের তৃতীয় স্ত্রী। এর আগে ইব্রাহিম আরও ২টি বিয়ে করেছেন। যৌতুকের জন্য নির্যাতনের কারণে আগের দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। খাদিজার দুটি ছেলে রয়েছে। ৪ বছর আগে খাদিজার সঙ্গে ইব্রাহিমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইব্রাহিম ও তার মা যায়েদা যৌতুকের জন্য খাদিজাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: ফেনীতে চুরির অভিযোগে মাকে বেঁধে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ
খাদিজার বাবা খোকন মিয়া জানান, ‘বিয়ের পর থেকেই ইব্রাহিম খাদিজাকে যৌতুকের জন্য মারধর করত। এসব নিয়ে অনেকবার শালিস বৈঠকও হয়েছে। আমার যৌতুক দেওয়ার সামর্থ নেই দেখে মেয়েটা মুখ বুঝে সব কিছু সহ্য করে গেছে।’
প্রতিবেশীরা জানায়, ইব্রাহিমের নির্যাতনে আগের দুই স্ত্রী পালিয়ে গেছে।
এ বিয়য়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা বলেন, খাদিজার শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে গৃহবধূকে গলা কেটে হত্যা
৮ মাস আগে
সিদ্ধিরগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা, স্ত্রী ও শ্বাশুড়ি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার জালকুড়ি সিকদার বাড়ির পুল এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও শ্বাশুড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত খবির হোসেন (৪০) চাঁদপুরের উত্তর মতলবের ওটারচর এলাকার মো. আমিনুল হকের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি শিকদার বাড়ি পুল এলাকায় ইসমাঈল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি সিদ্ধিরগঞ্জে সিএনজির ব্যবসা করতেন।
শুক্রবার এ ঘটনায় ৪জনের নাম উল্লেখ করে নিহতের বাবা আমিনুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: প্রয়াত আ.লীগ নেতা নাসিমকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
মামলায় নিহতের স্ত্রী মুক্তি (৩২), শাশুড়ি লতিফা (৫৫), স্ত্রীর ভাই লুৎফর রহমান (৪০) ও রমজান (৪০)কে অভিযুক্ত করা হয়।
এ ঘটনায় মৃত খবির হোসেনের স্ত্রী মুক্তি ও শ্বাশুড়ি লতিফাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অভিযোগপত্রে নিহতের বাবা উল্লেখ করেছেন, মুক্তির সঙ্গে তার ছেলে খবির হোসেনের ১৪ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। তার ছেলে খবির হোসেনকে তার সম্পত্তি বিক্রি করে স্ত্রীর নামে বাড়ি করার জন্য দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিল। তার ছেলে এ বিষয়ে কর্ণপাত না করায় স্ত্রীর স্বজনরা বিভিন্ন সময় নানাভাবে তার ছেলেকে অত্যাচার ও মানসিক নির্যাতন করেছে। তার ছেলে দুই সন্তানের কথা চিন্তা করে এ অত্যাচার নীরবে সহ্য করে আসছিল। কিন্তু দিন দিন তার ছেলের ওপর অত্যাচার ক্রমান্বয়ে বাড়তে থাকে। গত বৃহস্পতিবার রাতে তারা সংবাদ পান, তার ছেলে সিলিং ফ্যানে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
নিহর বাবা আরও জানান, আত্মহত্যা করার আগের দিন আমার ছেলে ফেসবুকে তিনটি পোস্ট দেন। ওই পোস্টগুলো দেখলেই বুঝা যায় আমার ছেলে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
তিনি বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের স্ত্রী ও শ্বাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি দুইজনকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। ইতোমধ্যে আমরা গ্রেপ্তার দুইজনকে আদালতে প্রেরণ করেছি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
১ বছর আগে