বিএনপির পদযাত্রা
বিএনপির পদযাত্রা: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ নেতাকর্মী আহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা চলাকালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে ১২ নেতাকর্মী আহত হয়েছেন।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান বলেন, সকাল ১০টার দিকে ইউনিয়ন পর্যায়ে তাদের নির্ধারিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে তারা একটি মিছিল বের করে।
মিছিলটি পাঁচরুখীতে পৌঁছালে পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এতে ১২ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ১০ দফা দাবিতে দেশের সব ইউনিয়নে পদযাত্রা শুরু করেছে প্রধান বিরোধী দল বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গত ৪ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
সিলেটে মিছিল থেকে ফেরার পথে শিবিরের ৮ নেতাকর্মী আটক
১ বছর আগে