ডাকাত দল
যাত্রাবাড়ীতে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবড়ীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি বাটযুক্ত লম্বা ছুরি, একটি কুড়াল ও একটি চাপাতি জব্দ করা হয়।
আরও পড়ুন: সোনারগাঁওয়ে ২৩৮৯২ ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার
রবিবার (২৩ জুন) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নান্নু সরদার, রাজু আহমেদ, হানিফ, হুমায়ুন, তাহিরুল ও রেজাউল করিম।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে তারা রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি ও ডাকাতি করে আসছিল।
তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আরও পড়ুন: বেপরোয়া চালানোর অভিযোগে ২৩ চালক গ্রেপ্তার, ১৫ বাল্কহেড জব্দ
এমপি আনার হত্যা: আ. লীগ নেতা মিন্টু গ্রেপ্তারের পর কোনো চাপ আসেনি: ডিবি প্রধান
৫ মাস আগে
নওগাঁয় ডাকাত দলের ৭ সদস্য আটক
নওগাঁয় সড়কে ব্যারিকেড দিয়ে ধানবোঝাই ট্রাক ছিনতাইয়ের সঙ্গে জড়িত ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।
এ সময় ধানবোঝাই ট্রাক, নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত মিনি ট্রাক ও দেশীয় অস্ত্র জব্দের দাবি করেছে বদলগাছী থানা পুলিশ।
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মামুন মন্ডল ওরফে গদা (৩৫), ফিরোজ কাজী (২৭), আলমগীর হোসেন (২৮), লিটন মন্ডল (৩৫), নূর-আলম (৩৫), মিলন হোসেন শান্ত (৩৬) ও ফিরোজ মন্ডল (৫২)।
নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় থেকে একটি ধানবোঝাই ট্রাক নীলফামারীর উদ্দেশে যাচ্ছিল। এ সময় বদলগাছি উপজেলার হার্টিকালচার এলাকায় পৌঁছালে রাত ১টার দিকে পেছন থেকে একটি মিনি ট্রাকে করে আসা ৮-৯ জন ডাকাত সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকের চালক ও হেলপারকে মারপিট করে ধানসহ ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়।
আরও পড়ুন: না.গঞ্জে পাওয়ার প্লান্টের চীনা কর্মীদের আবাসস্থলে হামলা ও ডাকাতি, গ্রেপ্তার ৫
তিনি আরও বলেন, বিষয়টি পুলিশকে জানালে জিপিএস ট্রাকিংয়ের মাধ্যমে লোকেশন শনাক্ত করে বগুড়া জেলার দুপচাঁচিয়া ধাপেরহাট এলাকা থেকে মামুন মন্ডল ওরফে গদাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ বস্তা ধানসহ ট্রাক জব্দ করা হয়।
রাশিদুল হক বলেন, গদার দেয়া তথ্য মতে বগুড়ার আদমদিঘি থানায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে জড়িত ট্রাকের চালক ফিরোজ কাজীকে আটক করা হয়।
এছাড়াও জয়পুরহাট থেকে আলমগীর হোসেনসহ অন্যান্য ডাকাত দলের সদস্যদেরকে আটক করা হয়।
ডাকাতির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।
আরও পড়ুন: কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, আহত ১
১ বছর আগে