নেতা
নরসিংদীতে কৃষকদের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
নরসিংদীতে কৃষকদের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার নেতৃত্বাধীন একটি চক্রের বিরুদ্ধে।
আব্দুল কাইয়ুম ১৮ থেকে ২০টি চুম্বক ড্রেজার দিয়ে গত তিন মাস যাবত অবৈধভাবে আলোকবালীর গৌরীপুরা চরের কৃষি জমি থেকে অবাধে বালু উত্তোলন করছেন। যার ফলে ১৩৯ কৃষকের কয়েকশত একর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বুধবার (১৯ মার্চ) ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে থেকে একটি অভিযোগ পত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
লিখিত অভিযোগে বলা হয়, আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া ১৮ থেকে ২০টি চুম্বক ড্রেজার দিয়ে তিনমাস ধরে অবৈধভাবে কৃষি জমি থেকে অবাধে বালু উত্তোলন করছেন। ইতোমধ্যে ১৩৯ জন কৃষকের প্রায় কয়েকশত একর কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলন বন্ধে দফায় দফায় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের জরিমানা করলেও বন্ধ হয়নি বালু উত্তোলন। উল্টো অবৈধ বালু উত্তোলনের গতি আরও বেড়েছে।
অভিযোগে আরও বলা হয়, কাইয়ুম মিয়ার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও একাধিক অস্ত্র মামলাও রয়েছে। তার অন্যায়ের প্রতিবাদ করলেই কৃষকদের ভয় দেখানো হয়।
এমনকি, গত ৯ মার্চ ফসলি জমি রক্ষার দাবিতে আয়োজিত নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেওয়ার পথে আসা কৃষকদের ওপর দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়। এতে চারজন কৃষক আহত হয়েছেন।
কৃষকদের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণে জমি ধ্বংস হয়ে যাচ্ছে, জীবিকা হুমকির মুখে পড়ছে ও পরিবেশের ক্ষতি হচ্ছে। ক্ষতিগ্রস্তরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী কৃষক দুদুল মিয়া বলেন, ‘আমার ২৫৪ শতাংশ জমি কেটে নিয়ে গেছে কাইয়ুম। জমিতে ধান চাষ করতাম, আমাদের চরের দুই পাশে নদী হওয়ায় প্রতিবছর জমির পরিমাণ বৃদ্দি পায়। ফলে, প্রতিটি কৃষকের জমিই বৃদ্ধি পাচ্ছে। আর এসব জমি অবৈধ চুম্বক ড্রেজার ব্যবহার করে মাটি কেটে নিয়ে যাচ্ছে বিএনপি নেতা কাইয়ুম।’
‘এমকি প্রতিবাদ করলেই হামলা ও নির্যাতনের শিকার হতে হয় আমাদের।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
আরেক ভুক্তভোগী কৃষক ইলিয়াস মিয়া বলেন, ‘কাইয়ুমের প্রভাবে আমরা অসহায়। জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছি। তারা কাইয়ুমকে জরিমানাও করেছে, কিন্তু কাইয়ুম আরও বেপরোয়া হয়ে উঠেছে।’
কাইয়ুমের বক্তব্য জানতে একাধিকবার তাকে ফোন করলেও রিসিভ করেননি।
নরসিংদী জেলা কৃষকদলের সদস্য সচিব দীপক কুমার বর্মণ প্রিন্স বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ, ‘কৃষক বাঁচলেই, দেশ বাঁচবে।’
‘কৃষকদের পাশে থাকতে কৃষক দল সারা দেশে কৃষক সমাবেশ আয়োজন করছে। যারা কৃষকদের ক্ষতি করবেন, তাদের বিপক্ষে আমাদের অবস্থান থাকবে। দলের নেতাদের প্রতি সুপারিশ করব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত আছে। আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে এর আগেও অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
২৮ দিন আগে
লালমনিরহাটে যুবদলের দুই নেতা বহিষ্কার
শৃঙ্খলা ভঙ্গের জন্য লালমনিরহাটে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়। এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক এ এইচ এম ইদ্রিস আলী ও সদস্য সচিব হাসানুল।
বহিষ্কৃতরা হলেন—উপজেলার ভাদাই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন ও ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এরশাদ মিয়া।
আদিতমারী উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার বলেন, ‘গোলজার হোসেন ও এরশাদ মিয়াকে বহিষ্কার করা হয়েছে। তাদের সঙ্গে কোনো যোগাযোগ না করতে যুবদলের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’
২৯ দিন আগে
আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে থানায় বিএনপির দুপক্ষের হাতাহাতি
রাজশাহীতে গত ৫ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে তদবির করতে গেলে থানার মধ্যেই বিএনপি নেতাদের দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে বোয়ালিয়া মডেল থানার ভেতরে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
আবুল কালাম পবা উপজেলার পারিলাতে একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগ দেন। তিনি রাজশাহী ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি ও রাজশাহী ইউরিয়া সার ডিলার সমিতির সভাপতিও ছিলেন।
আরও পড়ুন: রামপুরা ব্রিজের কাছে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
কৃষকদলের রাজশাহী বিভাগীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটু অভিযোগ করে বলেন, ‘আওয়ামী সরকারের দোসর জানার পরেও বিএনপির কিছু নামধারী নেতা থানা থেকে আসামিকে ছাড়িয়ে নিতে তদবির করতে আসেন। বিষয়টি দুঃখজনক।’
তিনি বলেন, ‘আমরা প্রতিবাদ করার কারণে থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সকলের সামনে আমাকে আবুল কালাম লাথি মারেন। এছাড়া শাহমখদুম থানা বিএনপির সাবেক আহ্বায়ক জিল্লুর রহমানসহ রাজশাহী নগর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কিছু নামধারী নেতা-কর্মীরা আমাদের লাঞ্ছিত করেন।’
অন্যদিকে, জিল্লুর রহমান বলেন, ‘আবুল কালাম আমাদের শুভাকাঙ্ক্ষী হওয়ায় দেখা করতে গিয়েছিলাম। আওয়ামী শাসনামলে আবুল কালামকে ইউরিয়া সার ডিলার সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ২০২৪ সালে (তৎকালীন রাসিক) মেয়র লিটনের মামলার শিকার হন তিনি।’
‘আবুল কালাম একজন সম্মানিত ব্যক্তি। তিনি বিএনপির রাজনীতি করতেন। ব্যবসায়িক স্বার্থে তাকে মেয়র লিটনসহ বিভন্ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সমন্বয় করে চলতে হতো।’
জিল্লুর রহমানের অভিযোগ, মূলত ট্রাক-কাভার্ড ভ্যান সমিতি দখল করতেই আবুল কালামকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যমুনা অভিমুখে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাধা, হাতাহাতি
প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যরা জানিয়েছেন, আসামি আবুল কালামকে গ্রেপ্তার করার পর নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা গতকাল (শনিবার) থানা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। দলটির অর্ধশতাধিক নেতা-কর্মী জড়ো হওয়ার পর তারা একে অপরের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে হাতাহাতিও শুরু হয়।
বোয়লিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ‘বিএনপির বেশ কিছু নেতা আবুল কালামের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এজহারভুক্ত আসামি হওয়ায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে নিয়ে যাওয়ার সময় থানার মধ্যে বিএনপি নেতাদের মধ্যে কিছু অপ্রতিকর ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’
৩২ দিন আগে
বগুড়া কারাগারে আরও এক আ.লীগ নেতার মৃত্যু
বগুড়া জেলা কারাগারে এমদাদুল হক ভট্টু নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। মঙ্গলবার (১১ মার্চ) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমদাদুল হক ভট্টু জেলার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এর আগে, এই কারাগারে আটক অবস্থায় আওয়ামী লীগের চার নেতা মারা গেছেন বলে জানান কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।
তারা হলেন— বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু, গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ ও বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন।’
আরও পড়ুন: শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে
জেলার বলেন, ‘বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার ভট্টুকে গত ২৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। রক্তচাপ-সংক্রান্ত শারীরিক জটিলতা নিয়ে কারাগারে আসার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সুস্থ হয়েও ওঠেন।’
‘আজ (মঙ্গলবার) সেহরি শেষে সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে দ্রুত তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়, তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
প্রাথমিকভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা সৈয়দ শাহ শরীফের।
৩৬ দিন আগে
প্রকাশ্যে গুলি করা সেই আ.লীগ নেতা ৭ দিনের রিমান্ডে
ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যার ঘটনায় সাভারে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন। সাভারের রাজাসনে আরিফুর রহমান রাসেল হত্যা মামলায় তাকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো গ্রামের ছেলে। তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য।
গত ৫ আগস্ট ঢাকা আরিচা মহাসড়কে আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রাসেল। এ ঘটনায় তার বড় ভাই সাইদুর রহমান বাদী হয়ে মামলা করেন।
এ ছাড়াও সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় আরও ১৪টি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
আরও পড়ুন: স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের
রবিবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল সুজনকে গ্রেপ্তার করে।
সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সুজনের হাতে থাকা বন্দুক দিয়ে ছাত্র-জনতার ওপর অনবরত গুলিবর্ষণ করতে দেখা যায়।
৮৪ দিন আগে
আলমডাঙ্গায় বিএনপি নেতাকে দুর্বৃত্তের এলোপাতাড়ি কোপ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান মহাবুলকে (৫০) এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে হেলমেট পরিহিত এক দৃর্বৃত্ত।
শনিবার (১৮ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে উপজেলার আলমডাঙ্গা শহরের কাপড়পট্টি (তাতি শেড) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা ছুটে আসলে হেলমেট পরিহিত এক দৃর্বৃত্ত পালিয়ে যায়। এরপর উপজেলা বিএনপির নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মহাবুলকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
রক্তাক্ত জখম মাহবুবুর রহমান মহাবুল, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই ইউনিয়নের হাড়গাড়ি গ্রামের মৃত মৃত মাহাতাব মালিতার ছেলে। এছাড়া তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মাসুদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীকে চিহ্নিত করে দ্রুত আটকে জোর অভিযান অব্যাহত রয়েছে।
আহত মাহবুবুর রহমান মহাবুল বলেন, আমি সন্ধ্যার পর তাতি শেড এলাকায় আমার ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সেক্রেটারির সাথে চা-বিস্কুট খাচ্ছিলাম ও কথা বলছিলাম। হঠাৎ হেলমেট পরিহিত একজন আমার পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দিতে থাকে। পরে আমার কিছু মনে নেই।
স্ত্রী জেসমিন নাহার বলেন, আমার আমার স্বামীর কোনো শত্রু নেই। কিন্তু কারা এই হামলা করলো কিছুই বুঝতে পারছি না।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, তার ডান হাতের দুটি জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সেলাই দেওয়া হয়েছে। এছাড়া শরীরের দু-এক জায়গায় খুব সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে রোগীকে ভর্তি রেখেছি।
৮৮ দিন আগে
জাতীয় ঐক্য: রাজনৈতিক-ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা
জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দল ও ছাত্র নেতাসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলাদাভাবে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বুধবার বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ভারতে কূটনৈতিক মিশনে শান্তিরক্ষা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান রিজভীর
এরপর বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও এখনও সময় নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সভাগুলোতে জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন।
মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান
১৩৪ দিন আগে
গাইবান্ধায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আহত ১৩
গাইবান্ধায় ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীসহ ১৩ জনকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে।
গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে চারমাথা মোড়ে অবস্থিত ফুল মিয়ার দোকানে সিগারেট চাওয়া নিয়ে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত মারুফসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়ায় পাঠানো হয়েছে।
অভিযুক্ত ছাত্র মামা দল নেতা মারুফ হাসান শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
আহতদের মধ্যে পৌর জাসাসের আহ্বায়ক রাশেদ নিজাম রুমেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া, পৌর যুব জামায়াতে বাইতুলমাল (অর্থ) সম্পাদক ফুল মিয়া, পৌর ছাত্রদলের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশিক সরকারের নাম জানা গেছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক ১
এদিকে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১১টায় পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাসাসের নেতাকর্মীরা। তারা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুল মিয়ার দোকানে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পাওয়ায় মারুফের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার একপর্যায় মারুফ ফোনে বন্ধুদের ডেকে ধারালো ছুরি দিয়ে ফুল মিয়াকে মারতে যান।
এসময় পাশে থাকা লোকজন এগিয়ে আসলে তাদের ওপরও আক্রমণ চালানো হয়। মারুফের ছুরিকাঘাতে ১৩ জন আহত হন।
পরে মারুফ ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মারুফকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। অন্যরা পালিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ছুরিকাঘাতে আহতদের হাত, বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হওয়ায় ৮ থেকে ১০টি করে সেলাই দেওয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মারুফকে আটক করা হয়েছে এবং মামলা করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত
১৫২ দিন আগে
বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু এবং কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তাদের পদ স্থগিত করা হয় দলীয় সিদ্ধান্তে।রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।’
আগের ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক করে এতে আরও বলা হয়, ‘এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।’
উল্লেখ্য, গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের আগমনকে কেন্দ্র করে তার নেতা-কর্মীদের সঙ্গে শামা ওবায়েদপন্থিদের সংঘর্ষ হয়। এতে কবির ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। পরে ২৪ আগস্ট নগরকান্দা থানায় নিহতের স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে শামা ওবায়েদকে এক নম্বর আসামি করে থানায় মামলা দায়ের করেন।
১৫৭ দিন আগে
ছাত্রলীগের নেতা সম্রাট ৪ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে ফেনীতে গুলিবর্ষণকারী ছাত্রলীগের নেতা শফিকুল ইসলাম সম্রাটের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারির আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: সাবেক হুইপ গিনির রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন সম্রাটের ৭ দিনের রিমান্ড চায়।
শফিকুল ইসলাম সম্রাট ফেনীর উপজেলার শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, গুলিবর্ষণের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলার সময় তাকে মুখে কাপড় বেঁধে গুলি করতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, সম্রাট বৈষম্যবিরোধী আন্দোলনের সংঘর্ষের ঘটনায় তার বিরুদ্ধে ৬টি হত্যা মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আরও পড়ুন: ৪৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন
১৮৮ দিন আগে