দক্ষিণ উপজেলা
তিন মাস বয়সী শিশুকে ড্রামে চুবিয়ে হত্যা
চাঁদপুরে ঘরের সামনে রাখা একটি ড্রামের পানিতে ডুবিয়ে তিন মাস বয়সী এক শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর দক্ষিণ ইউনিয়নের কালিয়াইশ গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে।
শিশুটির নাম আফসানা আক্তার।
খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থল থেকে বিকালে শিশুটির লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: দিনাজপুরে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ ও শিশুর পরিবার।
সন্ধ্যায় লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ইউএনবিকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
তিনি জানান, শনিবার দুপুরে পেশাগত কাজে ওই শিশুর বাবা আনিসুর রহমান(রাজমিস্ত্রি) বাড়ির বাহিরে যান। এরপর শিশুর মা আয়েশা আক্তার শিশুটিকে ঘুম পাড়িয়ে একা বসতঘরে রেখে বাসন পাতিল ধুতে ও পানি আনতে পাশের পুকুরে যান।
কিছুক্ষণ পর সেখান থেকে ঘরে ফিরে দেখেন, তার কন্যাশিশুটি ঘরে নেই। এখানে-ওখানে অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান পাননি মা ও তার পরিবারের সদস্যরা।
খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখ পড়ে তাদের বসতঘরের সামনে রাখা একটি পানিভর্তি ড্রামের দিকে।
কৌতুহলবশত ওই ড্রামের ঢাকনা খোলার পর তারা সেখানে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পান!
নাড়াচাড়া দিয়ে দেখেন শিশুটি নড়ছেন না। নিথর দেহ। স্থানীয় ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।
মুঠোফোনে তারা ঘটনাটি পুলিশকে জানালে মতলব দক্ষিণ থানার ওসি মো. সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় বিকালে এবং সেখান থেকে শিশুটির লাশ থানায় নিয়ে আসে।
নিহত শিশু আফসানার বাবা আনিসুর রহমান বলেন, তার শিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনই পরিষ্কারভাবে বলতে পারছি না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম আরও জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে