মোহাম্মদ
মোহাম্মদ সাহাবুদ্দিনই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি
মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। রবিবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাকে দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে।
আরও পড়ুন: শিশুদের সৃজনশীল কাজে নিয়োজিত করুন, অভিভাবকদের প্রতি রাষ্ট্রপতি
‘এখন কোনো প্রতিক্রিয়া নেই। এটা সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা,’ নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাহাবুদ্দিন বলেন।
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একই ব্যক্তির জন্য সকাল ১১টা ও ১১টা ৫ মিনিটে দুটি আবেদন জমা পড়েছে। আগামীকাল (সোমবার) দুপুর ১টায় এ দুটি আবেদন যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামীকাল প্রধান নির্বাচন কর্মকর্তা আপনাদের জানাবেন।’
আরও পড়ুন: একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে: তথ্যমন্ত্রী
দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু
১ বছর আগে