পরবর্তী
নির্বাচন পরবর্তী প্রথম সরকারি সফর হিসেবে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
সামনের মাসে জার্মানিতে অনুষ্ঠেয় নিরাপত্তাবিষয়ক উচ্চ পর্যায়ের বার্ষিক সংলাপ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, সম্মেলনের ফাঁকে যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে তা নিয়ে তার মন্ত্রণালয় কাজ করছে।
আরও পড়ুন: অপতথ্যকে জবাবদিহির আওতায় আনতে চাই: তথ্য প্রতিমন্ত্রী
এর আগে ২০১৯ সালে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানায়, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে প্রধানমন্ত্রী আমন্ত্রণ পেলেও নির্বাচনোত্তর তার প্রথম সরকারি সফর জার্মানি দিয়ে শুরু হতে পারে।
জার্মান নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও সাইডলাইনে বিশ্ব নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
২০২৪ সালের ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখের হোটেল বেরিসচার হোফে মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করা হবে : তথ্য প্রতিমন্ত্রী আরাফাত
আয়োজকরা জানায়, আবারও বিশ্বের সবচেয়ে জরুরি বিষয় নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে উচ্চ পর্যায়ের নেতাদের বিতর্কের জন্য অনন্য সুযোগ দেবে এমএসসি ২০২৪।
১৯৬৩ সালের শরতে প্রতিষ্ঠিত এমএসসি পরবর্তী প্রধান সম্মেলনে ৬০তম বার্ষিকী উদযাপন করবে।
প্রতি বছর নিরাপত্তা সম্মেলনের আগে প্রকাশ করা হয় মিউনিখ নিরাপত্তা প্রতিবেদন।
প্রতিবেদনে বর্তমান সুরক্ষা নীতি সম্পর্কিত মৌলিক তথ্য-উপাত্ত এবং গ্রাফিক্স রয়েছে, যা এমএসসির বিখ্যাত অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় সংকলন করা হয়েছে। মিউনিখ নিরাপত্তা প্রতিবেদন মিউনিখের সম্মেলনে আলোচনার ভিত্তি হিসেবে কাজ করে।
আরও পড়ুন: বিভ্রান্তিকর তথ্য যারা ছড়ায় তাদের জবাবদিহি নিশ্চিতে কাঠামো বিবেচনা করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
১০ মাস আগে
মোহাম্মদ সাহাবুদ্দিনই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি
মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। রবিবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাকে দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে।
আরও পড়ুন: শিশুদের সৃজনশীল কাজে নিয়োজিত করুন, অভিভাবকদের প্রতি রাষ্ট্রপতি
‘এখন কোনো প্রতিক্রিয়া নেই। এটা সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা,’ নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাহাবুদ্দিন বলেন।
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একই ব্যক্তির জন্য সকাল ১১টা ও ১১টা ৫ মিনিটে দুটি আবেদন জমা পড়েছে। আগামীকাল (সোমবার) দুপুর ১টায় এ দুটি আবেদন যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামীকাল প্রধান নির্বাচন কর্মকর্তা আপনাদের জানাবেন।’
আরও পড়ুন: একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে: তথ্যমন্ত্রী
দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু
১ বছর আগে