আহত ৩
বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর উঠে গেল চলন্ত গাড়ি, আহত ৩
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সড়কে প্রাইভেটকারের ধাক্কায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে শাহজালাল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান।
আরও পড়ুন: বিমানবন্দরে আটক সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর
আহত শিক্ষার্থীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ প্রাইভেটকারটি জব্দ ও চালককে আটক করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ফুটেজে দেখা যায়, একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি সাদা প্রাইভেটকার তাদের ওপর তুলে দেয়।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুই নারী আটক
৩ সপ্তাহ আগে
মুন্সিগঞ্জে গুলিতে ডাকাত নিহত, গ্রামবাসীসহ আহত ৩
মুন্সিগঞ্জের গজারিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২৫ মামলার আসামি বাবলা চৌধুরী খালাসি ওরফে বাবলা ডাকাত গুলিতে নিহত হয়েছেন।
এ ঘটনায় গ্রামবাসীসহ আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে (২২ অক্টোবর) গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঘটনাটি ঘটে। এসময় ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: মোহাম্মদপুরে র্যাব-সেনাবাহিনী পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, থানায় মামলা
নিহত বাবলা ডাকাত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাচ্চু খালাসীর ছেলে।
এদিকে আহত গুলিবিদ্ধ রহিম বাদশাকে ঢামেকে এবং আহত গ্রামবাসী আক্তার হোসেন ও লিটন মিয়াজীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, রহিমেরর দ্বিতল ভবনে সংঘর্ষ হয়। গুলির শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে আসলে দুটি ট্রলারে দুই দল ডাকাত পালিয়ে যায়।
এ সময় ভবনটিতে থাকা ৯ ডাকাতকে তালাবদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে তালা ভেঙে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আর পালিয়ে যাওয়া ডাকাতদের মধ্যে ৫ ডাকাতকে উপজেরার হোসেন্দি এলাকা থেকে আটক করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চল মেঘনা তীরের মল্লিকের চরে সকালে লুন্ঠিত মালামালের ভাগবাটোয়ারা নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ (বন্ধুক যুদ্ধ) হয়।
তিনি বলেন, বন্দুকযুদ্ধে বাবলার প্রাণ যায়। এছাড়া পালিয়ে যাওয়া ডাকাতদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া দুর্গম মল্লিকের চরকেও আস্তানা হিসেবে ব্যবহার করতেন নৌডাকাতরা বলে জানান ওসি মাহবুবুর রহমান।
আরও পড়ুন: ডাকাতের কবলে পড়ে করাচিতে ৯ মাসে নিহত শতাধিক
৪ সপ্তাহ আগে
চবিতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ, আহত ৩
চবিতে আধিপত্য বিস্তার ও দোকান দখল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চবি রেলস্টেশন-সংলগ্ন একটি দোকান দখল করতে আসে হাটহাজারী উপজেলার যুবলীগ নেতা মোহাম্মদ হানাফের নেতাকর্মীরা।
আরও পড়ুন: পদত্যাগ করলেন চবি উপাচার্য
এ সময়ে সেখানে উপস্থিত শিক্ষার্থীদের ওপর ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে তারা। খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হয়। মিছিল নিয়ে আগাতে থাকলে আবারও শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল ও গুলিবর্ষণ করে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।
এ সময়ে তিনজন শিক্ষার্থী আহত হয়।
চবির প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, স্থানীয় দুই ব্যবসায়ীর মধ্যে দ্বন্দ্ব শুরু হলে তারা ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ করে। এসময় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হল থেকে বের হয়ে রেল ক্রসিংয়ের দিকে গেলে আবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আমরা ৬টা ১৮ মিনিটে খবর পেয়ে ৬টা ২৬ মিনিটে ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক করার জন্য সবরকম সহযোগিতা করেছি। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন শান্ত আছে।’
আরও পড়ুন: হল ছাড়তে নারাজ চবি শিক্ষার্থীরা, সময় বাড়ালো প্রশাসন
চবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, আজকের মধ্যে হলত্যাগের নির্দেশ
১ মাস আগে
চট্টগ্রামে ট্রাকচাপায় শিশুসহ ৪ জনের মৃত্যু, আহত ৩
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) খইয়াছড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাজল রেখা, নুরজাহান, শিরিনা ও ৭ মাস বয়সি শিশু নিহাত।
আরও পড়ুন: বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ
স্বজনরা জানান, সীতাকুণ্ডে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য নিহতরা খইয়াছড়া এলাকার একটি অটোরিকশায় উঠছিলেন। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনজন আহত হয়।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মিরসরাইয়ে খইয়াছড়ায় অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে চারজন নিহত হয়। এসময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ৪৪
১ মাস আগে
গাজীপুরে ট্রাকচাপায় ২ পোশাক শ্রমিক নিহত, আহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় পোশাক কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘটনাটি ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন দেয় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুৎ এলাকায় স্টারলিং ডিজাইনস কারখানার শ্রমিকরা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পরে শ্রমিকেরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান।
গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, শ্রমিকরা ওই মহাসড়ক অবরোধ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রাকচাপায় পল্লী চিকিৎসক নিহত
জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়া বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌরমুক্ত মঞ্চের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
শুক্রবার (১০ মে) দুপুর ১টার দিকে জেলা ছাত্রলীগের বিশেষ কর্মী সভা চলাকালে সমাবেশ স্থলের পাশে সমবায় মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন আহত
আহত ছাত্রলীগ কর্মীরা হলেন- শহরের কাজীপাড়া মহল্লার সাদাফ, একই এলাকার নীরব ও খন্দকার নূর। তারা সবাই জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক-(১) মহসিন মোল্লার সমর্থক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌরমুক্ত মঞ্চে জেলা ছাত্রলীগের বিশেষ কর্মী সভা চলাকালে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক-(১) মো. মহসীন মোল্লার সমর্থকেরা সমাবেশ স্থলের পাশে সমবায় মার্কেটের সামনে জড়ো হয়।
এ সময় অপর সাংগঠনিক সম্পাদক-(২) রহুল আমীন আফ্রিদির সমর্থকেরা হঠাৎ করেই মহসিন মোল্লার সমর্থকদের উপর চড়াও হয়। এ সময় মহসিন মোল্লার তিন সমর্থককে পিটিয়ে আহত করেন আফ্রিদির সমর্থকেরা। পরে ছাত্রলীগের কর্মীরা আহত অবস্থায় তিন ছাত্রলীগ কর্মীকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক-১- মো. মহসীন মোল্লা বলেন, তার অনুসারিদের উপর হামলার ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।
এ ব্যাপারে অপর সাংগঠনিক সম্পাদক-২- রুহুল আমীন আফ্রিদী বলেন, তিনি তার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান হিমেল বলেন, আহতরা সবাই শংঙ্কামুক্ত। আহতের প্রত্যেকের মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্যরা ধাওয়া করে ছাত্রলীগের নেতা-কর্মীদের ছত্র ভঙ্গ করে দেন। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।
আরও পড়ুন: ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে ২ নিরাপত্তা কর্মীর মৃত্যু
জাবি ক্যাম্পাসে মিলল যুবকের ঝুলন্ত লাশ
৬ মাস আগে
যশোরে মাটিবাহী ট্রাক্টরচাপায় গৃহবধূ নিহত, আহত ৩
যশোরের শার্শায় নাভারণ-সাতক্ষীরা সড়কে মাটিবাহী ট্রাক্টরচাপায় রিতা রাণী নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহতের স্বামী মিলন গোলদার, তাদের মেয়ে ও এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
রবিবার (৫ মে) বিকালে সাতক্ষীরা সড়কের জামতলা মবিল ফ্যাক্টোরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিতা রাণী সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামের মিলন গোলদারের স্ত্রী।
পুলিশ জানায়, বাগআঁচড়া থেকে তিনজন মোটরসাইকেলে করে নাভারণের দিকে যাচ্ছিলেন। এমন সময় জামতলা মবিল ফ্যাক্টোরির সামনে পৌঁছালে মাটিবাহী ট্রাক্টরচাপায় ঘটনাস্থলেই নিহত হন রিতা রাণী। এঘটনায় আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নাভারণ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে বজ্রপাতে মা ও শিশু নিহত
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
৬ মাস আগে
কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে নিহত ৪, আহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় মাছবাহী একটি ট্রাক উল্টে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টায় চান্দিনার বেলাসর এলাকার আর এন আর পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিহতরা হলেন- ভোলা মনপুরার মনির হোসেন, হাবিবুর রহমান, আক্তার হোসেন এবং সাতক্ষীরা জেলার সদর থানার রফিকুল ইসলাম।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম মোল্লাজানান, নোয়াখালী থেকে ঢাকামুখী মাছবাহী ট্রাক চান্দিনার বেলাসর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে যায়।
এতে ট্রাকের উপরে থাকা ৪ শ্রমিক মাছের চাপায় ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হয় আরও ৩ জন।
তিনি বলেন, তাদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আরও পড়ুন: হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ১৯ জন আহত
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২
৮ মাস আগে
হবিগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত, আহত ৮
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া, চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন বেগম।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, সিএনজি অটোরিকশাযোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ পাঁচজন। মিঠাপুর পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন: টাঙ্গাইলে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
৮ মাস আগে
পিরোজপুরে স্বতন্ত্র প্রার্থীর ভাতিজার উপর প্রতিপক্ষের হামলা, আহত ৩
পিরোজপুর- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের ভাতিজা ও জেলা ছালীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মুজিব অভি’র উপর প্রতিপক্ষ হামলার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার(১৭ ডিসেম্বর) বিকালে পিরোজপুর সদর উপজেলা কদমতলা ইউনিয়ন কদমতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় তার সঙ্গে থাকা যুবলীগ কর্মী রনি দাস ও ছাত্রলীগ নেতা স্মরণ চক্রবর্তীকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মুজিব আবির এই হামলার বিষয়টি নিশ্চিত করেন।
আহত জেলা ছালীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মুজিব অভি পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেকের ছেলে, যুবলীগ কর্মী রনি দাস শহরের প্রেসক্লাব সড়কের বলরাম দাসের ছেল এবং জেলা ছাত্রলীগ নেতা স্মরণ চক্রবর্তী পিরোজপুর শহরের বলাকা ক্লাব সড়কের অ্যাডভোকেট দিলিপ চক্রবর্তীর ছেলে।
এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন জানান, পিরোজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালকে সমর্থন দেয়ায় কদমতলা ও শিকদারমল্লিক ইউনিয়নের সমর্থক নেতা-কর্মীদের নানা রকম হুমকি ও মারধরের ঘটনা ঘটছে।
আরও পড়ুন: গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষ প্রাণ দিয়েছিল: পররাষ্ট্রমন্ত্রী
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়জিদ হোসেন এর লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। এতে অভি’র সঙ্গে থাকা যুবলীগ কর্মী রনি দাস গুরুতর আহত হন। এছাড়া এ সময় হামলাকারীরা অভি এবং তার সঙ্গে থাকা স্মরণ চক্রবর্ত্তীকে পিটিয়ে গুরুতর আহত করেন তারা।
পরে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ. ম. রেজাউল করিমের অনুসারী বায়জিদকে ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ না করে কেটে দেন। তাকে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি এর কোন উত্তর দেননি।
পিরোজপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া তানভীর মুজিব অভির হাতে সহ শহীরের বিভিন্ন স্থানে আঘাত আছে।
পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর পরিদর্শন করেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্বাচনে যেকোন প্রকার সহিংসতাকে কঠোরভাবে দমন করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ধ্বংসাত্মক রাজনীতি নির্মূল করে মানবিক রাষ্ট্র গঠনই বিজয় দিবসের প্রত্যয়: তথ্যমন্ত্রী
১১ মাস আগে