বেসামরিক
নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশ সেনাবাহিনী ১৬৯ পদে বেসামরিক লোকবল নিয়োগ দেবে
বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৪-২০তম গ্রেডে অসামরিক স্থায়ী/অস্থায়ী পদে লোকবল নিয়োগ দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে।
বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৯ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আবেদন ফি: ২০০ টাকা।
আবেদনের শেষ সময়: ৯ মার্চ ২০২৩ পর্যন্ত।
আরও পড়ুন: পিএসসির নন-ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি: ২৯৫৩ শূন্য পদে চাকরি
পদ সম্পর্কে বিস্তারিত বিবরণি, আবেদনের যোগ্যতা ও আবেদন ফরমের জন্য ক্লিক করুন
https://www.army.mil.bd/Job-Circulation-Details/span-stylecolor-333333-fontfamily-trebuchet-ms-arial-helvetica-sansserif-fontsize-14px-textalign-justify-backgroundcolor-f7f7f7permanent-civilian-post-in-bd-armyspan-40
পদের নাম:
১। ফিটার ২। বারবার ৩। বুক বাইন্ডার ৪। অপারেটর হিট ট্রিটমেন্ট ৫। ইউডিসি
৬। টেইলার ৭। প্যাকার ৮। এমটি ড্রাইভার/ ড্রাইভার/ সিএমডি ৯। কম্পাউন্ডার
১০। ফায়ার-ক্রু ১১। পরিচ্ছন্নতা কর্মী ১২। নিরাপত্তা প্রহরী ১৩। সহিষ ১৪। মালী ১৫। হেড মেকানিক ১৬। অফিস সহায়ক/বার্তাবাহক ১৭। বাবুর্চি (ইউ) ১৮। পাম্প অপারেটর ১৯। বেঞ্চ ফিটার (এসএস-২) ২০। ফায়ারম্যান ২১। আয়া ২২। ভিউয়ার ২৩। বাবুর্চি (মেস) ২৪। বাবুর্চি ২৫। অফিস করণিক ২৬। সহকারী বাবুর্চি/মশালচী ২৭। স্টোরম্যান ২৮। ইলেক্ট্রিশিয়ান ২৯। বাবুর্চি (হাসপাতাল) ৩০। ওয়েল্ডার (এসএস-২) ৩১। মেসওয়েটার ৩২। ইনসেক্ট কালেক্টর ৩৩। পেইন্টার ৩৪। ধুপি ৩৫। ওয়ার্ডবয় ৩৬। টিসিএম-৩ ৩৭। মিল্ক ডেলিভারিম্যান ৩৮। ইএন্ডবিআর ৩৯। শ্রমিক/ইউএসএম ৪০ । ফার্ম লেবার (বুলক কার্ট ড্রাইভার)।
আরও পড়ুন: তথ্য অধিদপ্তরের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করবেন যেভাবে
বিজিবিতে চাকরির সুযোগ: আবেদন করা যাবে ডিজিটাল পদ্ধতিতে
১ বছর আগে