এএলপিপি
প্রধানমন্ত্রীর নতুন রাষ্ট্রপতি মনোনয়ন প্রক্রিয়ার সমালোচনা মান্নার
আওয়ামী লীগের সংসদীয় দলের (এএলপিপি) মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি মনোনয়ন প্রক্রিয়ার বিরোধিতা করেছেন নাগরিক ঐক্য দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, এতে প্রতীয়মান হয়েছে যে প্রধানমন্ত্রী একাই রাষ্ট্রপ্রধান নিয়োগ করতে পারেন।
আরও পড়ুন: শিশুদের সৃজনশীল কাজে নিয়োজিত করুন, অভিভাবকদের প্রতি রাষ্ট্রপতি
তিনি বলেন, ‘এবার ঘটনাটা খুবই ন্যক্কারজনক-অশ্লীল একটা বিষয় হয়েছে। বোঝা গেল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান। একটা রেজুলেশন নিয়ে (এএলপিপি মিটিংয়ে) বলা হলো যে ‘উনি (প্রধানমন্ত্রী) যাকে মনে করেন তাকে মনোনীত করবেন।’
সোমবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় মান্না আরও বলেন, রাষ্ট্রপতি মনোনয়নের ক্ষেত্রে নির্বাচন ও ভোটের মতো ন্যূনতম রেজ্যুলেশন থাকা উচিত...‘সমস্ত জিনিসকে পদদলিত করা হল। এ থেকে বোঝা যাচ্ছে যে, কতখানি স্বেচ্ছাচারী মানুষ হতে পারে। নির্বাচনে জেতার জন্যও এইরকম করবে, এখান থেকে তার একটা প্রমাণ পাওয়া যাবে।’
এর আগে গত ৭ ফেব্রুয়ারি সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের সভাপতি পদে প্রার্থী মনোনয়নের ক্ষমতা দেয় আ’লীগ।
অবসরপ্রাপ্ত জেলা জজ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে রবিবার নির্বাচন কমিশনে (ইসি) কাগজপত্র জমা দিয়েছে আওয়ামী লীগ।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ঘোষণা করেন, ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পরে মোহাম্মদ সাহাবুদ্দিনকে দেশের ২২তম নির্বাচিত রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন জারি করে ইসি।
এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেন, ‘আমাদের রিঅ্যাকশন আমার দল থেকে আসবে। এই মিটিং থেকে (লিয়াজোঁ কমিটির) আমি রিঅ্যাকশন দিতে পারব না।’
টুকু আরও বলেন, ‘আমি শুধু এইটুকু বলতে পারি, একজন-তন্ত্রের দেশে অনেক সম্ভব অসম্ভব হইতে পারে, আবার অনেক অসম্ভব সম্ভব হইতে পারে- সেই দৃষ্টান্ত।’
এর আগে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা এক ঘণ্টাব্যাপী বৈঠকে চলমান যুগপৎ আন্দোলন নিয়ে আলোচনা করেন এবং এ পর্যন্ত তাদের পালিত কর্মসূচি মূল্যায়ন করেন।
আরও পড়ুন: উত্তরসূরি মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি আবদুল হামিদের শুভেচ্ছা
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিএনপির কোনো আগ্রহ নেই: মোশাররফ
১ বছর আগে