সোনিয়া হত্যা
সিলেটে কলেজছাত্রী সোনিয়া হত্যা: মামাতো ভাই গ্রেপ্তার
সিলেটে কলেজেছাত্রী সোনিয়া বেগম (২১) হত্যা মামলার একমাত্র আসামি সজিব আহমদকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত সজিব আহমদ হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের নুরুদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক।
আরও পড়ুন: সিলেটে অর্ধগলিত লাশ উদ্ধার
তিনি জানান, গত রবিবার দুপুরে সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসা থেকে সোনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি তার মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার চতুর্থ তলায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের আগের রাতে সোনিয়াদের বাসায় রাত্রিযাপন করে তার মামাতো ভাই সজিব আহমদ। রবিবার সকালে সোনিয়া পরিবারের সদস্যদের সঙ্গে নাস্তা করেন। এরপর পরিবারের অন্য সদস্যরা সোনিয়ার সৎ বাবা সেলিম মিয়াকে দেখতে হাসপাতালে চলে যান। এর কিছুক্ষণ পর সজিবও বাসা থেকে বের হয়ে যান।
দুপুর ১২টার দিকে সাড়া শব্দ না পেয়ে সোনিয়ার ভাবি তাকে ডাকতে যান। রুমে ঢুকে তিনি সোনিয়ার গলাকাটা লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ লাশের পাশ থেকে কাপড় কাটার একটি রক্তমাখা কাঁচি জব্দ করে।
সোনিয়ার পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে সজিব জড়িত। ঘটনার পর থেকে সজিব গা ঢাকা দেয়ায় সন্দেহ আরও দৃঢ় হয়।
এছাড়া সোনিয়ার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণলঙ্কারও খোয়া গেছে বলে দাবি করছেন পরিবারের সদস্যরা।
অন্যদিকে, মঙ্গলবার দুপুরেই নিহত সোনিয়ার বড় ভাই পারভেজ আহমদ বাদী হয়ে সজিবকে প্রধান আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: সিলেটে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ফেসবুকে প্রেম, ভারতীয় তরুণী সিলেটে
১ বছর আগে