রাজাপুর
ঝালকাঠিতে নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা
ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। আবুল বাসার মৃত তানজের আলীর ছেলে৷
আরও পড়ুন: শরীয়তপুর ঘুমন্ত ভগ্নিপতিকে হত্যার অভিযোগ শ্যালকের বিরুদ্ধে
স্থানীয়রা জানায়, পূর্ব শক্রুতার জেরে দক্ষিণ সাউথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নাজমুল হাসান ধারালো অস্ত্র দিয়ে আবুল বাসারের শরীরে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৫৬ দিন আগে
রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আঙ্গারিয়া গ্রামে ঘটনা ঘটে।
নিহত যুবক রাব্বী (১৮) রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া এলাকার আব্দুল রহিম হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে রাব্বী তাদের নতুন বাড়িতে রোপন করা গাছে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে পানি দেয়ার সময় দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু
স্থানীয়রা রাব্বীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) অচিন্ত্য কুমার পাল জানায়, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রায়পুরে বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রির মৃত্যু
মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
৭৭৫ দিন আগে