গ্যাস লাইন লিকেজ
ঢাকার ওয়ারীতে গ্যাস লাইন লিকেজের আগুনে দদ্ধ একজনের মৃত্যু
ঢাকার ওয়ারীতে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে গত সপ্তাহে পাঁচজন আহত হয়েছেন।
নিহতের নাম মো. সোহেল (৩৫)। তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কর্মচারী ছিল।
সোমবার (১২ জুন) বিকাল ৪টা ৪৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: বঙ্গবাজার অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১ কোটি টাকা অনুদান দিল এফবিসিসিআই
গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ওয়ারীর টিপু সুলতান সড়কে এ ঘটনা ঘটে।
অপর আহতরা হলেন- নিরাপত্তারক্ষী মো. হেলাল (৪০) ১০ শতাংশ দগ্ধ, আব্দুর রশিদ(৬৫) সাত শতাংশ দগ্ধ, মামুন বিল্ডার্সের প্রকল্প পরিদর্শক মামুন (৫০) সাত শতাংশ দগ্ধ এবং ডিপিডিসি কর্মী আনারুল(২১) দদ্ধ হয়েছেন ২২ শতাংশ।
আরও পড়ুন: খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬০টি দোকান ভস্মীভূত
ফরিদপুরে জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা
১ বছর আগে
চট্টগ্রামে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ, আহত ৮
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে আটজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে থানার বলিরহাট মকবুল হাজীর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে। তবে কেউ গুরুতর নয় বলে জানায় ফায়ার সার্ভিস।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন জানান, ভবনের গ্যাস লাইনের লিকেজের ফলে বের হওয়া গ্যাস সেপটিক ট্যাংকে জমে বিস্ফোরণ হয়েছে। এতে ওই সেমিপাকা ঘর ও পাশের একটি ভবনের দেয়াল ধসে পড়ে। আহত হন আটজন কারও অবস্থা গুরুতর নয়। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে।
আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির মধ্যদিয়ে ভোটগ্রহণ সম্পন্ন
রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহত ৪
১ বছর আগে