ছাত্র অধিকার
ঢাবিতে ছাত্র অধিকারের ওপর ছাত্রলীগের হামলায় বেশ কয়েকজন আহত
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদ্বন্দ্বী ছাত্র অধিকার পরিষদের সদস্যদের ওপর ছাত্রলীগের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের কর্মীরা সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি নেয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।
ছাত্র অধিকার পরিষদের নেতারা জানান, তারা তাদের কর্মসূচি পালন করতে টিএসসিতে প্রবেশের চেষ্টা করলে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের বাধা দেয় এবং হামলা চালায়।
হামলায় অধিকার পরিষদের কর্মী আহত হয়েছেন বলে জানান তারা।
আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে অধিকার।
তাছাড়া, ঢাকা পোস্ট এর ক্যাম্পাস প্রতিনিধি আমজাদ হোসেন সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছাত্রলীগ নেতা ফরিদ জামানের হাতে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: বরগুনায় বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ৮
আমজাদ বলেন, ‘সংঘর্ষের ভিডিও করার সময় ফরিদ জামান ও তার কয়েকজন অনুসারী আমার কাছে এসে আমার মোবাইল ছিনতাই করে চেক করার চেষ্টা করে।
আমজাদ বলেন, আমার রিপোর্টার পরিচয় জেনেও ফরিদ আমার মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত উভয় অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। যতটুকু শুনেছি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, হামলার কথা শুনেছি। তবে ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো অনুমতি নেয়নি। ক্যাম্পাসে কোনো অশান্তি সৃষ্টি করা তাদের উচিৎ নয়।’
আরও পড়ুন: ছাত্রলীগের চাপে চট্টগ্রাম সিটি কলেজের ২ শিক্ষকের পদত্যাগ
১ বছর আগে