ইঞ্জিন বিকল
৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার
ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা ‘এমভি মা-বাবার দোয়া’-এর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারে ভাসমান জেলেদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ডের আভিযানিক দল।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গত বুধবার (৫ মার্চ) দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা (৯৯৯) থেকে জানা যায় যে, ‘এমভি মা-বাবার দোয়া’ নামক একটি ফিশিং বোট গত চার দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে।
বোটটি সুন্দরবনের দুবলার চরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে চার সদস্যের কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল বোটটির ১৩ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
আরও পড়ুন: অপহৃত যুবক টেকনাফ থেকে উদ্ধার, ২ নারী আটক
পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। জানা যায়, বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করে।
লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, ‘উদ্ধার করা বোটটির মালিকপক্ষ জানিয়েছে, তারা নিজস্ব ব্যবস্থাপনায় বোটটি মেরামত করবে ও পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালে নিয়ে যাবে।’
বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ উপকূলীয় অঞ্চলে যেকোনো ধরনের উদ্ধারে কোস্টগার্ডের অভিযানে নিয়মিত অব্যাহত আছে ও ভবিষ্যতেও থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
২৫ দিন আগে
৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের ট্রেন চলাচল স্বাভাবিক
লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ৩ ঘণ্টা নাটোরের ইয়াছিনপুর স্টেশন এলাকায় আটকা ছিল। এ সময় ব্যাহত হয় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আাসা ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বুধবার রাত ৮টা ২০ মিনিটে নাটোর স্টেশন ছাড়ার পর ইয়াছিনপর স্টেশনের কাছাকাছি পৌঁছালে সিঙ্গেল লাইনে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে যায়।
আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে যোগাযোগ স্বাভাবিক
তিনি আরও বলেন, দুর্গম স্থানে ট্রেন আটকা পড়ায় যাত্রীদের মাঝে ভীতিকর পরিবেশ তৈরি হয়। রাত সাড়ে ১০টার দিকে নাটোরের আব্দুলপুর জংশন থেকে মালগাড়ির ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে পুনরায় নাটোর স্টেশনে ফিরিয়ে আনা হয়। সেখানে ইঞ্জিন পরিবর্তনের পর রাত ১১টা ২৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আসাদুজ্জামান বলেন, এ সময় খুলনা মেইলসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন।
আরও পড়ুন: বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত: ১৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক
৩৭৬ দিন আগে
গাজীপুরে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় শনিবার সকাল ৮টা থেকে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ইউএনবিকে জানান, সকাল ৮টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেলে উভয় পাশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, ট্রেন সরানোর চেষ্টা চলছে। আশা করা হচ্ছে শিগগিরই ট্রেন যোগাযোগ পুনরায় শুরু হবে।
আরও পড়ুন: রবিবার থেকে ঢাকা-না’গঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরে ক্রেন উল্টে লাইনে: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
৭৭৩ দিন আগে