ইঞ্জিন বিকল
৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের ট্রেন চলাচল স্বাভাবিক
লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ৩ ঘণ্টা নাটোরের ইয়াছিনপুর স্টেশন এলাকায় আটকা ছিল। এ সময় ব্যাহত হয় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আাসা ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বুধবার রাত ৮টা ২০ মিনিটে নাটোর স্টেশন ছাড়ার পর ইয়াছিনপর স্টেশনের কাছাকাছি পৌঁছালে সিঙ্গেল লাইনে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে যায়।
আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে যোগাযোগ স্বাভাবিক
তিনি আরও বলেন, দুর্গম স্থানে ট্রেন আটকা পড়ায় যাত্রীদের মাঝে ভীতিকর পরিবেশ তৈরি হয়। রাত সাড়ে ১০টার দিকে নাটোরের আব্দুলপুর জংশন থেকে মালগাড়ির ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে পুনরায় নাটোর স্টেশনে ফিরিয়ে আনা হয়। সেখানে ইঞ্জিন পরিবর্তনের পর রাত ১১টা ২৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আসাদুজ্জামান বলেন, এ সময় খুলনা মেইলসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন।
আরও পড়ুন: বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত: ১৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক
৯ মাস আগে
গাজীপুরে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় শনিবার সকাল ৮টা থেকে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ইউএনবিকে জানান, সকাল ৮টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেলে উভয় পাশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, ট্রেন সরানোর চেষ্টা চলছে। আশা করা হচ্ছে শিগগিরই ট্রেন যোগাযোগ পুনরায় শুরু হবে।
আরও পড়ুন: রবিবার থেকে ঢাকা-না’গঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরে ক্রেন উল্টে লাইনে: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
১ বছর আগে