পুরস্কৃত
ইতালির ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হলো 'ময়না'
ইতালির গালফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত চলচ্চিত্র 'ময়না'।
গত ১১ থেকে ১৪ জুন নেপলসে উৎসবটির দশম আসর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিকভাবে নিজের জায়গা করে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন চলচ্চিত্রটির পরিচালক।
আরও পড়ুন: মিনি ফিল্ম ফেস্টিভেলের মাধ্যমে মানবাধিকার সপ্তাহ পালন ডাচ দূতাবাসের
এই স্বীকৃতির সঙ্গে যে নিজের পরবর্তী প্রকল্পগুলোর মাধ্যমে সবার প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার দায়িত্ব বেড়ে গিয়েছে তা স্বীকার করেন তিনি।
তিনি বলেন, 'ময়না' চলচ্চিত্রটি বড় পরিসরে দর্শকদের মন জয় করার জন্য তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাইরেও এর আবেদন আমাদের দেশের দর্শকদের কাছে প্রশংসিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
ছবিটির প্রযোজক আলিম উল্লাহ খোকন জানান, 'ময়না' বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এবং আগামী সেপ্টেম্বরে স্থানীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সেপ্টেম্বরে স্থানীয়ভাবে মুক্তির আগে চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বলে জানান তিনি।
'ময়না' এর আগে লন্ডনে অনুষ্ঠিত ২৫তম ইএমএমএ'স বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ সেরা চলচ্চিত্র প্রযোজনার পুরস্কার পেয়েছিল এবং আসন্ন আগস্টে কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২১তম আপোরিয়া ইন্টারন্যাশনাল ভিলেজ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।
আলীম উল্লাহ খোকনের গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন চলচ্চিত্রটির পরিচালক মেঘ।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা, আফফান মিতুল, জিলানী, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সূচনা, খলিলুর রহমান কাদরী, শিশির ও শিশুশিল্পী জান্নাতুল ভোর।
আরও পড়ুন: ইতালির গালফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালের দশম অধিবেশনে মনোনীত ‘ময়না’
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ-যুক্তরাষ্ট্রের গেটি ইমেজের মধ্যে সমঝোতা স্মারক সই
৫ মাস আগে
বাংলাদেশি ২০ এজেন্টকে পুরস্কৃত করল কুয়েত এয়ারওয়েজ
এয়ারলাইন্স নিয়ে কাজ করা বাংলাদেশের ২০টি শীর্ষ ট্রাভেল এজেন্টকে পুরস্কৃত করেছে কুয়েতের জাতীয় উড়োজাহাজ সংস্থা কুয়েত এয়ারওয়েজ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে কুয়েত এয়ারওয়েজের ‘অ্যানুয়াল এজেন্ট কনফারেন্স ২০২৩’ অনুষ্ঠানে তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
আরও পড়ুন: কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
পুরস্কার পাওয়া এজেন্টগুলো হচ্ছে-সায়মন ওভারসিস লি., ভিক্টোরি ট্রাভেলস লি., টালন কর্পোরেশন লি., অ্যাক্টিভেট ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এয়ার স্পিড (প্রা.) লি., আল-গাজী ট্রাভেলস লি., আল-মনসুর এয়ার সার্ভিস লি., এলাইট ট্রাভেলস, বি ফ্রেশ লি., ডায়নামিক ট্রাভেলস, ইস্ট ওয়েস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুর, জিমিনি ট্রাভেলস লি., গোল্ড এয়ার এন্টারপ্রাইজ লি., হাজী এয়ার ট্রাভেলস লি., হরিজন এক্সপ্রেস লি., ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন, লতিফ ট্রাভেলস (প্রা.) লি., সানজার এভিয়েশন লি., সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, ট্যুর বুকিং বাংলাদেশ এবং ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেল অ্যান্ড লি.।
১ বছর আগে