২৩ নেতাকর্মী আটক
বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্তে নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের দাবি করেছে পুলিশ।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বেনাপোল সীমান্তের বারোপোতা নামক এলাকা থেকে পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকে বিএনপির ১৫ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধারের দাবি
আটকদের বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে খবর আসে বেনাপোল সীমান্তে নাশকতার উদ্দেশ্যে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা বৈঠক করছে। পরে অভিযান চালালে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ছুঁড়ে হামলা চালায়। তবে কেউ হতাহত হয়নি।
এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি তাজা ককটেল।
এছাড়া আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-৩ উপনির্বাচনে ২ প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল উদ্ধার
নওগাঁর মান্দায় আমবাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার
১ বছর আগে