যাবজ্জীবনপ্রাপ্ত
সোনাগাজীতে ১৬ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে মামলার ১৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. পারভেজকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সোনাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের পর রবিবার কারাগারে পাঠানো হয়।
আসামি পারভেজ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর কাবিল ভূঁঞা বাড়ির মৃত বজলুর রহমান ভূঁঞার ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে ২০টি স্বর্ণের বার ছিনতাই, গ্রেপ্তার ১
পুলিশ জানায়, ২০০৭ সালে সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুলের বাসার গৃহকর্মী বান্ধবীদের মুহুরি প্রজেক্টে বেড়াতে যান। সেখানে পারভেজসহ কয়েকজন মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। অপমান সইতে না পেরে বাসায় ফিরে পরদিন ভোরে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সে। দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ওই গৃহকর্মী মারা যায়। মৃত্যুকালীন জবানবন্দীতে সে সংঘবদ্ধ ধর্ষণের কথা পুলিশকে জানিয়ে যায়।
২০১৬ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পারভেজসহ চারজনকে যাবজ্জীবন সাজা দেন। যাবজ্জীবন সাজার সঙ্গে তাকে আরও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান, সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে জোড়া খুন: কুড়িগ্রাম থেকে পলাতক আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৩
১ বছর আগে