ঢাবি ছাত্রলীগ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাবি ছাত্রলীগের বিক্ষোভ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রবিবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ এক বিক্ষোভ মিছিল করেছে।
রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা অংশ নেন।
ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছে। শেখ হাসিনাকেও হত্যার অনেক চেষ্টা হয়েছে। এটি নতুন কিছু নয়, তবে এটি একটি উদ্বেগজনক বিষয়। এবার তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অশুভ ইচ্ছার কথা ঘোষণা করার সাহস দেখিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা শুধু প্রধানমন্ত্রীর কিছু হয় কি না তা দেখব না।। আমরা রাজপথে তাদের প্রতিরোধ করতে প্রস্তুত।’
আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগের হল কমিটি ঘোষণা
নেতাকর্মীদের লাগাম টানতে ১০ দফা নির্দেশনা ঢাবি ছাত্রলীগের
১ বছর আগে
নেতাকর্মীদের লাগাম টানতে ১০ দফা নির্দেশনা ঢাবি ছাত্রলীগের
ক্ষমতাসীন দলের ছাত্র ফ্রন্ট বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ধারাবাহিক অপ্রীতিকর ঘটনার পর শৃঙ্খলা ফেরাতে আপাত প্রচেষ্টায় ঢাবি ইউনিটের নেতাকর্মীদের জন্য দশটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় ছাত্রলীগের বাইরের কোনো গ্রুপের কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত না করা অন্তর্ভুক্ত; মোটরবাইক শোডাউনে জড়িত না হওয়া; উচ্চস্বরে, উচ্ছৃঙ্খলভাবে আচরণ না করা; ক্যাম্পাসের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়া; শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং হলের শিক্ষার পরিবেশকে ব্যাহত করে এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়া; হলের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেয়া; চারপাশ পরিষ্কার রাখতে ব্যানার ও ফেস্টুন ব্যবহার না করা; অন্যান্য ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং বাস কমিটিসহ প্রগতিশীল ও অন্যান্য সংগঠনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা; গণমাধ্যকর্মীদের সঙ্গে সহযোগিতা করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদি সহ অপকর্ম ও অপরাধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সহায়তা করা এবং সংগঠনের নিয়ম লঙ্ঘন করে এমন কোনো কাজে জড়িত না হওয়া।
আরও পড়ুন: পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাবি ছাত্রলীগের দুই নেতা আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতের সই করা একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
সাম্প্রতিক ঘটনার আলোকে অনেক নেতাকর্মীকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে ছাত্রলীগ।
আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগের নেতার বিরুদ্ধে দম্পতির শ্লীলতাহানির অভিযোগ
১ বছর আগে