২ গ্রুপ
কুমিল্লায় ২ গ্রুপের সংঘর্ষে অটোরিকশাচালক নিহত
কুমিল্লার দেবিদ্বারে দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে মো. সিদ্দিকুর রহমান (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
এছাড়াও সংঘর্ষে কমপক্ষে ৫-৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ২০
শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিদ্দিকুর রহমান সাইচাইপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট একটি গ্রুপ আমির হোসেন মেম্বারের অফিস ভাঙচুর করে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে সিদ্দিকুর দায়ের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওইখানে সকাল ১০টায় সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, ‘সাইচাপাড়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম রয়েছে।’
আরও পড়ুন: রাজনগরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত
জামালপুর কারাগারে সংঘর্ষে ৬ বন্দি নিহত
৪ মাস আগে
কুমিল্লায় যুবদলের ২ গ্রুপের সংঘর্ষ, ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
কুমিল্লায় যুবদলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ আহত হয়েছেন তিনজন।
গুলিবিদ্ধ ফখরুল ইসলাম তুহিন নগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক বলে জানা গেছে।
তুহিন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ উদ্দিন রিয়াদের সমর্থক বলে জানা গেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রূপগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ও গুলিবিদ্ধ ৮
এ ঘটনায় সোমবার (৩ জুন) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় রিয়াদের আরেক সমর্থক কবির হোসেন একটি মামলা দায়ের করেছেন।
কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, গত রমজানে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুর মাথা ফাটিয়ে দেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ উদ্দিন রিয়াদ।
এ ঘটনায় রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়। রবিবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সে কান্দিরপাড়ে আনন্দ মিছিল করছিল। এটি নিয়ে শিবলুর সঙ্গে তার ঝামেলা বাধে। আমরা দেরিতে বিষয়টি জানতে পারি। আগে জানলে ঘটনাটি মিটমাট করে দিতাম।
আরও পড়ুন: গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
৬ মাস আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতভর এ সংঘর্ষে কমপক্ষে ছয় জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, রবিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রথম দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রাত ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
আহতেরা হলেন-মহিউদ্দিন আহম্মেদ সিফাত, তাহমিদ জামান নাভিদ, রুম্মান হোসেন, আতাউর রাফি, মাহামুদুল হাসান তমাল ও গণিত বিভাগের আবিদ হোসেন।
আরও পড়ুন: চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত
অন্যদিকে, সংঘর্ষের ঘটনাকে হামলা দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ছাত্র আল সামাদ শান্ত ও আইন বিভাগের মাহামুদুল হাসান তমাল গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আতাউর রাফি ও বাংলা বিভাগের তাহমিদ হাসান নাভিদ গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিলো।
এদের মধ্যে শান্ত ও তমাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ সিফাতের অনুসারী এবং রাফি ও নাভিদ ছাত্রলীগ নেতা রিয়াজ মোল্লার অনুসারী। সিফাত ও রিয়াজের মধ্যে কিছুদিন পূর্বে সংঘর্ষের ঘটনা ঘটেছিলো। এতে গুরুতর আহত হয়ে সিফাত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন।
সিফাত ক্যাম্পাসে ফিরে পুনরায় তার সমর্থকদের দিয়ে আধিপত্য বিস্তারেরর চেষ্টা করায় সংঘর্ষ বাধে রিয়াজ মোল্লার অনুসারী রাফি-নাভিদ গ্রুপের সঙ্গে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আতাউর রাফি বলেন, দুই থেকে এক দিন আগে রুপাতলীতে বহিরাগতদের সঙ্গে একটু ঝামেলা হয়েছিলো আমাদের। রবিবার এটা মীমাংসার কথা ছিলো। তবে বহিরাগতরা দেশিয় অস্ত্র নিয়ে রাত ১০টার দিকে আমাদের ওপর হামলা চালায়। আমাদের ওপর দফায় দফায় হামলায় আমাদের তিনজন আহত হয়েছি। এই হামলায় বহিরাগতদের সঙ্গে যোগ দেয় আল সামাদ শান্ত ও মাহামুদুল হাসান তমালের অনুসারীরা।
আরও পড়ুন: কুষ্টিয়ায় শোক সভায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
২০১৮-১৯ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ও ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম বলেন, কোনো কারণ ছাড়াই আল সামাদ শান্তর নেতৃত্বে বহিরাগতরা নাভিদ, রুম্মান ও আতাউরের ওপর হামলা চালায়। এতে তারা তিনজনই আহত হয়েছে। আমরা শান্তর বিচার দাবীতে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি।
এদিকে বিষয়টি নিয়ে আল সামাদ শান্তর সঙ্গে কথা বলার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তার মুঠোফোনের নম্বরটিতে কল করে বন্ধ পাওয়া গেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর খোরশেদ আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৭ম ও ৮ম ব্যাচের দুই গ্রুপ ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে। তাদেরকে বলে দিয়েছি ক্যাম্পাসে বিশৃঙ্খলা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের খবর শুনেছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।
আরও পড়ুন: চবির শাটলে কথা কাটাকাটি, ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৩
১ বছর আগে