বিকল
বিমানের হাইড্রোলিক বিকল, অল্পের জন্য রক্ষা পেল ১৭৫ যাত্রী
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের এয়ার ক্রাফটের ব্রেকে হাইড্রোলিক ত্রুটি দেখা দেওয়ায় বিশেষ ব্যবস্থায় জরুরি অবতরণ করে।
এতে অল্পের জন্য রক্ষা পেল উড়জাহাজে থাকা ১৭৫ যাত্রী ও ক্রু।
আরও পড়ুন: সাদুল্যাপুরে যাত্রীবাহী বাসচাপায় নারী নিহত
শুক্রবার (১০ মে) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এই ঘটনা ঘটে।
বিমান বন্দরের সংশ্লিষ্টরা জানান, ফ্লাইটটি অবতরণের সময় হাইড্রোলিক প্রেসার সম্পর্কিত কিছু ত্রুটি ধরা পড়ে। এরপরও বিমানটি স্বাভাবিকভাবে অবতরণ করে। তবে রানওয়ের মাঝপথে ১২ মিনিট আটকে থাকে। পরে রানওয়ে থেকে টেনে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। এখন এটির হাইড্রোলিক সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হয়।
শাহ আমানতের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তানভির আহমেদ বলেন, সকালে আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার ক্রাফটির ব্রেকে হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। ফলে স্বাভাবিক অবতরণ অনিশ্চিত হয়ে পড়ে। পরে বিকল্প ব্যবস্থায় ১২ মিনিটের মধ্যে ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ১৬৮ যাত্রী আর ৭ জন ক্রু। পরে টো-ট্রাক্টর দিয়ে এয়ার ক্রাফটটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: হবিগঞ্জে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
আবারও বাড়ল হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণের সময়
৬ মাস আগে
টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনচার্জ আলী আকবর জানান, টাঙ্গাইলের লোকাল ট্রেনটি ঘারিন্দা রেলস্টেশন থেকে সকাল ৭ টা ৮ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে এই রেললাইন দিয়ে ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন মেরামতের কাজ চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ভাঙা রেললাইন মেরামত, রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
৮ মাস আগে
রমেক হাসপাতালে ডায়ালাইসিস মেশিন বিকল, চিকিৎসাসেবা ব্যাহত
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কিডনি ডায়ালাইসিস মেশিনের মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে বিকল হয়ে পড়েছে কয়েকটি মেশিন। ফলে ওই ইউনিটে জট বেধেছে রোগীদের।
সঠিক সময়ে চিকিৎসা করতে না পারায় ভোগান্তিতে পড়েছেন তারা।
সোমবার (২৭ নভেম্বর) বিকালে হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে গিয়ে দেখা যায়, বিষন্ন মনে বসে আছেন অনেক রোগী। অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে ইউনিটের একটি অংশ। বিছানাগুলো খালি পড়ে আছে।
নামমাত্র টাকায় সরকারের এই সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন রোগীরা।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার (২৫ নভেম্বর) দুপুরে হঠাৎ বৈদ্যুতিক শটসার্কিটে পুড়ে গেছে সাতটি মেশিন ও আটটি এয়ারকন্ডিশনার (এসি)। এতে ব্যাহত হয়ে পড়ে ডায়ালাইসিস কার্যক্রম।
নীলফামারীর রানা মাহমুদ কিডনি রোগে আক্রান্ত তার মাকে নিয়ে সোমবার ডায়ালাইসিসের জন্য সকাল থেকে হাসপাতালে অপেক্ষা করলেও কোনো চিকিৎসা নিতে পারেননি।
রানা মাহমুদ সাড়ে তিন বছর ধরে তার মায়ের ডায়ালাইসিস করাচ্ছে। ইতোমধ্যে চিকিৎসা ব্যয় মেটাতে হয়েছেন সর্বশান্ত। তার পক্ষে বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস করা সম্ভব না।
দিনাজপুরের পারবর্তীপুর থেকে আসা জহুরুল ইসলাম বলেন, আড়াই বছর ধরে তার স্ত্রী কিডনি রোগে ভুগছেন। মৃত্যু পথযাত্রী তার স্ত্রীকে নিয়ে ভোরে এসেছেন হাসপাতালে। কিন্তু ডায়ালাইসিস না হওয়ায় অন্যদের মতো তিনিও বিপাকে পড়েছেন।
আরও পড়ুন: রমেকের অক্সিজেন ‘পাচারকারী চক্রের’ ৬ সদস্য আটক
আক্ষেপ করে জহুরুল বলেন, অস্থিরতার বাজারে হাসপাতালের ৪০০ টাকা জোগাড় করা তার জন্য কঠিন। হাসপাতালে চিকিৎসা না হলে তার স্ত্রীকে বাঁচানো সম্ভব হবে না।
হাসপাতালের ডায়ালাইসিস বিভাগের ইনচার্জ সাজেদা খাতুন জানান, কয়েকধাপে এই বিভাগে ৩৯টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হলেও শুধুমাত্র বৈদ্যুতিক সমস্যায় নষ্ট হয়েছে ২০টি মেশিন। বর্তমানে ১৯টি মেশিন সচল থাকলেও সেগুলো চলছে জোড়াতালি দিয়ে।
সাজেদা আরও জানান, গড়ে প্রতিদিন ৭০ জন রোগী আসেন ডায়ালাইসিস করতে। শুধুমাত্র দায়িত্বশীল মানুষের জন্য বিকল হচ্ছে এসব যন্ত্র। ডায়ালাইসিস করতে না পারায় রোগীর স্বজনদের তোপের মুখে পড়তে হচ্ছে তাদের।
বার বার হাসপাতালে শটসার্কিটের কারণ জানতে চাইলে রংপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রাজিয়া সুলতানা বিষয়টি এড়িয়ে গিয়ে জানান, তার বদলি হয়েছে অন্যত্র। শটসার্কিটের খবর পেয়ে তিনি পরিদর্শনে এসেছেন।
হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এবিএম মোবাশ্বের আলম বলেন, চিকিৎসাসেবায় তাদের কোনো আন্তরিকতার অভাব নেই। নষ্ট যন্ত্রপাতির কারণে এই ইউনিটের চিকিৎসকসহ কর্মকর্তাদের দুর্নামের ভাগ নিতে হচ্ছে।
হাসপাতালের পরিচালক ডা. মো. ইউনুস আলী জানান, মেশিনগুলো জরুরিভাবে মেরামতের জন্য তিনি স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছেন। আর বিদ্যুৎ শটসার্কিট বন্ধে স্থানীয় গণপূর্ত বিভাগকে অবগত করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরের ২৭ তারিখ পর্যন্ত রমেক মেডিকেলে ডায়ালাইসিস করেছেন ১৪ হাজার মানুষ।
আরও পড়ুন: চমেক হাসপাতালে সেবাদানকারী প্রতিষ্ঠানের ডায়ালাইসিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
রমেক পরিচালকের অপসারণ দাবিতে বিক্ষোভ
১১ মাস আগে
৯৯৯-এ ফোন: সুন্দরবনে বিকল নৌকার ১৯ যাত্রী উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে সুন্দরবনে বিকল হয়ে পড়া ইঞ্জিনচালিত নৌকা থেকে ১৯ যাত্রীকে উদ্ধার করেছে নৌপুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) ৯৯৯-এর কলটেকার কনস্টেবল প্রিন্স খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ৯৯৯ নম্বরে সাকিবের কল, দুর্ঘটনা থেকে রক্ষা
জানা যায়, সোমবার বিকালে সুন্দরবনের আম্বারিয়া পয়েন্ট কোকিলমনি ফরেস্ট রেঞ্জের মরজাত নদীর আগুনজ্বালা মুখ থেকে উৎসবমুখর রায় নামে একজন কলার ৯৯৯-এ নম্বরে ফোন করে জানান, তারা ১৯ জন পূণ্যার্থী দুবলার চরে রাসমেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় পথে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। এখন তাদের নৌযান নদীতে বিকল অবস্থায় ভাসছে।তিনি তাদের উদ্ধারের ব্যবস্থা করার অনুরোধ জানান।
কলটেকার কনস্টেবল প্রিন্স খান তাৎক্ষণিকভাবে নৌপুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, বাগেরহাটের চাঁদপাই নৌথানা এবং বনবিভাগ রেঞ্জ অফিসে ঘটনাটি জানায়।
পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই আনিসুর রহমান কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে বনবিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বিকল নৌযান থেকে ১৯ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।
বনবিভাগ উদ্ধারকারী দলের নেতৃত্ব দে্রয়া ফরেস্ট অফিসার আব্দুস সালাম ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।
আরও পড়ুন: ৯৯৯-এ ফোন: নোয়াখালীতে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার
এলপিজির দাম আবার কমল, ১২ কেজি সিলিন্ডারের দাম ৯৯৯ টাকা
১১ মাস আগে
চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের কার্যক্রম আবারও শুরু
বারবার ভোল্টেজ ওঠানামার কারণে বিকল হয়ে পড়ে চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) মেশিন।
এরপর ১০ দিন বন্ধ থাকার পর আবারও চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) সচল হয়েছে।
আরও পড়ুন: প্রবাসী বাংলাদেশিরা কিভাবে ই-পাসপোর্ট করবেন: দেশের বাইরে থেকে পাসপোর্ট নবায়নের উপায়
রবিবার (৬ আগস্ট) আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৭ জুলাই থেকে পাসপোর্ট অফিসের এভিআর মেশিন পুড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পুরো সার্ভার। বিষয়টি ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে কয়েকজন প্রকৌশলীদের পাঠানো হয়।
তিনি আরও বলেন, বেশ কয়েকবার চেষ্টার পর ৬ কার্য দিবস শেষে সচল হয় না এভিআর মেশিন। পরে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের প্রকৌশলীরা এসে মেশিন পরিবর্তনের পর সার্ভার চালু হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন যেসব দেশে
১ বছর আগে
ভারতীয় পণ্যবাহী ট্রাক বিকল, ৪ ঘণ্টা পর হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু
দিনাজপুরের হিলি স্থলবন্দরের জিরোপয়েন্টে আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় একটি ট্রাক রাস্তার ওপর বিকল হয়ে পড়ায় প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকে। পরে ট্রাকটিকে সচল করা হলে এই বন্দর দিয়ে পুনরায় কার্যক্রম শুরু হয়।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান জানান, দুপুর সোয়া ২টায় ভারত থেকে আমদানিকৃত গমের ভূষিবোঝাই একটি ট্রাক বাংলাদেশের দিকে রওনা দেয়।
আরও পড়ুন: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
এসময় ভারতীয় ট্রাকটি হিলি স্থলবন্দরের জিরোপয়েন্টের কাছাকাছি আসলে রাস্তার ওপর বিকল হয়ে পড়ে। ফলে স্থলবন্দরের রাস্তাটি একমুখী হওয়ার কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি ও রপ্তানিকৃত কোন পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করতে না পারায় দুই অংশে বহু ট্রাক আটকা পড়ে।
এতে করে দুপুর সোয়া ২টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত এই পথে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ট্রাকটিকে সচল করা হলে প্রায় সাড়ে ৩ ঘন্টা পর পুনরায় কার্যক্রম শুরু হয়। এতে কিছুটা হলেও বাংলাদেশে ব্যবসায়ীরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর ‘পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের’ জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক জানান, সকাল ১০টার পর থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যবাহী ৬৬টি ট্রাক পানামা পোর্টের অভ্যন্তরে প্রবেশ করে।
তিনি বলেন, এরপর আর আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাক প্রবেশ করেনি। স্থলবন্দরের গেট থেকে ৪/৫ গজ ভারত অংশে একটি গমের ভূষির ট্রাক বিকল হয়ে পড়ে।
তিনি আরও বলেন, একারণে বন্ধ থাকার সাড়ে ৩টা ঘন্টা পর আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়। এতে বন্দর দিয়ে সাময়িক কার্যক্রম বন্ধ ছিল।
এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা (আরও) মো. সিরাজুল ইসলাম জানান, ভারত থেকে আমদানি করা পণ্যের ট্রাক হঠাৎ দুপুরের দিকে আসা বন্ধ হয়ে যায়। খবর নিয়ে জানতে পারি বন্দরের গেটের ভারত সাইডে একটি ট্রাক নষ্ট হয়ে গেছে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রাকটি সচল হলে আবার কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন: ২ দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র আগমন উপলক্ষে বেনাপোলে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ
১ বছর আগে
আমিনবাজার-আগারগাঁও গ্রিড লাইন বিকল: মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় বিদ্যুৎ নেই
আমিনবাজার-আগারগাঁও পর্যন্ত ২৩০ কিলোভোল্ট-এর গ্রিড লাইন আজ (মঙ্গলবার) ভোর ৫টা ৫০ মিনিটে বিকল হয়ে যাওয়ায় পুরো মোহাম্মদপুর ও মিরপুর এলাকাসহ ঢাকা শহরের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
পিজিসিবি’র জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন ইউএনবিকে বলেন, ‘ভোর ৫টা ৫০ মিনিটে বিদ্যুতের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।’
তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে অনেক সময় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এটি সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটি নয়।
তিনি জানান, পিজিসিবি’র প্রকৌশলীরা ট্রান্সমিশন টাওয়ার যাচাই করে সিস্টেমটি পুনরুদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন।
আরও পড়ুন: পাওয়ার গ্রিড বিপর্যয়: পিজিসিবির বরখাস্ত ২ কর্মকর্তার নাম প্রকাশ
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও ঢাকা সেনানিবাসসহ ঢাকা শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহের অন্যতম প্রধান উৎস আমিনবাজার-মোহাম্মদপুর গ্রিড লাইন।
নিয়মিত গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকলেও এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় বিকল্প উৎসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।
ডিপিডিসি’র (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) মোহাম্মদপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়নি।
আরও পড়ুন: গ্রিড বিপর্যয়: পিজিসিবির দুই কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন
১ বছর আগে