আত্মসাতের মামলা
জয়পুরহাটে স্কুলের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় প্রধান শিক্ষক কারাগারে
জয়পুরহাটে বিদ্যালয়ের (স্কুল) গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় শহরের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জয়পুরহাট আমলী-১ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: চট্টগ্রাম কারাগারে কয়েদির আত্মহত্যা, ৩ কারারক্ষী বরখাস্ত
জয়পুরহাটের আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৩ জুন জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় চত্তরের ৮টি বড় গাছ প্রকাশ্যে নিলামের মাধ্যমে ৩ লাখ ৫৫ হাজার টাকায় কাঠ ব্যবসায়ী প্রদীপ চন্দ্র হাওলাদারের কাছে ম্যানেজিং কমিটির মাধ্যমে বিক্রি করা হয়। পরে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ৩ লাখ ৫৫ হাজার টাকার মধ্যে ১ লাখ ৬০ হাজার টাকা পূবালী ব্যাংকে জয়পুরহাট শাখায় জমা দেন। আর বাকি ১ লাখ ৯৫ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে তিনি আত্মসাৎ করেন। এ ঘটনায় বাদী হয়ে একই বিদ্যালয়ের দাতা সদস্য মোস্তাকিম হোসেন আদালতে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় সোমবার প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: চেক জালিয়াতির মামলায় সীতাকুণ্ডের ইউপি সদস্য বাবলু কারাগারে
শেরপুরে বিস্ফোরক মামলায় কারাগারে বিএনপির ২২ নেতা-কর্মী
৮ মাস আগে
অর্থ আত্মসাতের অভিযোগ: চট্টগ্রামের ৩ সার্ভেয়ার কারাগারে
চট্টগ্রামের ভূমি অধিগ্রহণ শাখার এক কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের মামলায় তিন সার্ভেয়ারকে সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছা তাদের জামিনের আবেদন খারিজ করে এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন- রাঙ্গুনিয়া ভূমি অফিসের মো. মজিবুর রহমান (৪০), মো. আমানতুল মাওলা (৩৬) ও আশীষ চৌধুরী (৫০)।
আদালত সূত্রে জানা গেছে, আউটার রিং রোড প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে জমি অধিগ্রহণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে উত্তর পতেঙ্গা এলাকায় মোট শূন্য দশমিক ২৩ শতাংশ জমি অধিগ্রহণ করেছে কর্তৃপক্ষ।
আসামিরা তাদের পদ ব্যবহার করে জমি অধিগ্রহণের জন্য এক কোটি ১৩ লাখ টাকা আত্মসাৎ করেন।
পরে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক জাফর আহমদ বাদী হয়ে মামলাটি করেন।
আরও পড়ুন: খুলনায় নাশকতার মামলায় বিএনপির ৬৬ নেতাকর্মী কারাগারে
চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে বয়স বাড়িয়ে শিশুকে কারাগারে পাঠানোর অভিযোগ
১ বছর আগে