অটোরিকশা-মোটরসাইকেল
জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
জয়পুরহাটে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ইউসুফ মন্ডল নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ অক্টোবর) বিকালে জয়পুরহাট পৌর শহরের গুলশান মোড়ের অদূরে শিল্পকলা একাডেমী সংলগ্ন হাতিল বুলুপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ মন্ডল (১৯) পৌর শহরের স্টেডিয়াম সড়ক সংলগ্ন তাজুর মোড় এলাকার ইলেকট্রিক মিস্ত্রি রানা মন্ডলের ছেলে এবং স্থানীয় মঙ্গলবাড়ী এমএম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মাথায় হেলমেট না থাকায় চালক ইউসুফ মন্ডল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্স করে বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।
১ মাস আগে
সুন্দরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষিকা নিহত
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাফিনাজ রোকসানা নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফিনাজ রোকসানা রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। তিনি ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশায় করে স্কুলে যাচ্ছিলেন সাফিনাজ রোকসানা। সকাল সোয়া ১০টার দিকে পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা সাফিনাজ বেগমের মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা সাফিনাজ রোকসানার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
৯ মাস আগে
চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
চট্টগ্রাম মহানগরীতে মধ্যরাতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী যুবক নিহত ও একজন আহত হয়েছেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে থানারধীন এ-ব্লক ক্যান্টনমেন্ট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক জিসানুল হক সামীর (১৯) বাসা হালিশহর থানার বিশ্বরোড, নয়াবাজার গ্রীনভিউ আবাসিক এলাকা বলে জানা গেছে।
নিহত সামী নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আহত শাহাদাত তার বন্ধু মোটরসাইকেলর পেছনে ছিল।
আরও পড়ুন: হিলি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত: অবশেষে লাশ হস্তান্তর
আশংকাজনক অবস্থায় শাহাদাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বেপরোয়া গতির ব্যাটারি চালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত দিকে চলে গিয়ে সামনে আসা মোটরসাইকেলকে মেরে দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়।
এ সময় পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় স্কুল শিক্ষিকা নিহত
১ বছর আগে