হযরত শাহজালাল বিমানবন্দর
৭ অক্টোবর হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং: বেবিচক চেয়ারম্যান
আগামী ৭ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান।
তিনি বলেন, আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সফট ওপেনিং করবেন ।
তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে ৭ অক্টোবর প্রধানমন্ত্রী সফট ওপেনিং করবেন। সফট উদ্বোধনের আগে প্রকল্পের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ৭ অক্টোবর আংশিক উদ্বোধন হলেও যাত্রীরা টার্মিনাল ব্যবহার করতে পারবেন ২০২৪ সালের শেষের দিকে।
আরও পড়ুন: অক্টোবরে ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সঙ্গে চালু হবে ১২ বোর্ডিং ব্রিজ: বেবিচক
ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করবে জাপান: বেবিচক চেয়ারম্যান
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৭৭.৫% কাজ শেষ, আগামী বছর চালু: বেবিচক চেয়ারম্যান
১ বছর আগে
ঘন কুয়াশায় ঢাকার দুটি ফ্লাইট নামল সিলেটে
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আন্তর্জাতিক দুইটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ফ্লাইট দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে গেছে।
এ তথ্য জানিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, কুয়ালালামপুর ও শারজাহ থেকে আসা ইউএস বাংলার দুটি ফ্লাইট কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটে আসে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে এগুলো ঢাকায় ফিরে যায়।
ইউএস-বাংলা’র সিলেটের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন বলেন, সকাল সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ১০৩ জন যাত্রী নিয়ে ও সকাল ৮টা ২০ মিনিটে ১৪৪ জন যাত্রী নিয়ে শারজাহ থেকে আসা আমাদের দুটি ফ্লাইট ঢাকার বদলে সিলেটে অবতরণ করে। পরে সকাল সাড়ে ৯টা থেকে ১০ টার মধ্যে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশে উড়াল দেয়।
আরও পড়ুন: আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় ঢাকার ৩টি ফ্লাইট নামলো সিলেটে
সাড়ে ৩ ঘণ্টা পর ওসমানী বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক
১ বছর আগে