বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্নেন্স
৭ম বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্নেন্স শুরু
সপ্তম বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্নেন্স (বিডিএসআইজি) ২০২৩ বৃহস্পতিবার শুরু হয়েছে।
সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, এআর এবং ভিআর-এর মতো উদীয়মান প্রযুক্তির সেশনের মাধ্যমে তিন দিনব্যাপী অনুষ্ঠানটি শুরু হয়।
বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) মহাসচিব মোহাম্মদ আবদুল হক আনু অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
ডিআইইউর প্রভাষক আরিদ হাসান ‘প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা’, মুসাব্বির হাসান ‘ডেটা সায়েন্স’ এবং সহকারী অধ্যাপক অপূর্ব ঘোষ ‘অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি’ সেশন পরিচালনা করেন।
দিনের শেষ অধিবেশনে বক্তব্য দেন ডিআইইউ’র উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিটি (বিএনএনআরসি) এর সিইও এএইচএম বজলুর রহমান ও আনু।
শুক্রবার মোহাম্মদপুরের ওয়াইডব্লিউসিএ গেস্ট হাউস অ্যান্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বজলুর গভর্নেন্স, ইন্টারনেট গভর্নেন্স এবং ডিজিটাল গভর্নেন্স নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: ইয়ুথ গ্লোবালের পৃষ্ঠপোষকতা পাচ্ছে শিল্প-সংস্কৃতির ১৪ প্লাটফর্ম
বিজিডি ই-গভ সার্ট -এর মান নিশ্চিতকরণ ব্যবস্থাপক রেজাউল ইসলাম সাইবার নিরাপত্তা এবং বাংলাদেশের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন। ‘ডিজিটাল ওয়ার্ল্ডে বাংলা ভাষা’ সেশনটি পরিচালনা করেন এনহ্যান্সমেন্ট অব বাংলা ল্যাঙ্গুয়েজের পরামর্শক মামুনুর রশীদ।
এছাড়াও, অনু বিআইজিএফ এবং এর সম্প্রদায়ের কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন। তিনি বিডিএসআইজি এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং ২০১৭ থেকে এখন পর্যন্ত স্কুলের সেশন সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
বাংলাদেশ ইয়ুথ আইজিএফ-এর মহাসচিব ফয়সাল আহমেদ ভুবন গত দুই বছরে তার প্ল্যাটফর্মের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
বিডিএসআইজির ভাইস-চেয়ার নাজমুল হাসান মজুমদার বিগত তিন বছরে বিদ্যালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বিডিএসআইজির মহাসচিব আশরাফুর রহমান পিয়াস অংশগ্রহণকারীদের জন্য আন্তর্জাতিক ফেলোশিপের সুযোগ নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৯ পেলেন সাংবাদিক-লেখক শাহনাজ মুন্নী
শত দেশের হাজার চলচ্চিত্র নিয়ে ৩য় সিনেমাকিং চলচ্চিত্র উৎসব ফেব্রুয়ারিতে
১ বছর আগে