নৈশপ্রহরীর মৃত্যু
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নৈশপ্রহরীর মৃত্যু
সীতাকুণ্ডে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাঁটা পড়ে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন (৫৫) ফৌজদারহাট এলাকার মৃত লেদুর ছেলে এবং ‘সীমা স্টিল’- নামক একটি রড তৈরি কারখানার নৈশপ্রহরী।
আরও পড়ুন: কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু
স্থানীয়রা জানায়, কারখানা থেকে রাতের ডিউটি শেষে সকালে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সালাউদ্দিন। এসময় চট্টগ্রাম থেকে আপলাইন দিয়ে ছেড়ে আসা একটি ট্রেন উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় অতিক্রমকালে ট্রেনে কাঁটা পড়েন তিনি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই বিষয়ে ফৌজদার হাট জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় চট্টগ্রাম থেকে আপলাইন দিয়ে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশটি এলাকাবাসী নিয়ে গেছে।
আরও পড়ুন: বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
সিলেটে অটোরিকশা চালকের লাথিতে ক্যান্সার রোগীর মৃত্যু!
১ বছর আগে