ইব্রাহিম ট্রাওর
বুরকিনা ফাসোতে ৭০ জনের বেশি সেনা হত্যার দায় স্বীকার আইএসের
উত্তর বুরকিনা ফাসোতে একটি সামরিক কনভয়ে অতর্কিত হামলায় ৭০জনেরও বেশি সৈন্যকে হত্যা, কয়েক ডজন মানুষকে আহত এবং পাঁচজনকে জিম্মি করার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
গ্রুপের সংবাদ সংস্থা ‘আমাক’ শুক্রবার পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, সাহেলের ওদালান প্রদেশের দেউয়ের কাছে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার দিকে অগ্রসরমাণ একটি কনভয়কে আক্রমণ করেছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মরুভূমিতে মাইলের পর মাইল পশ্চাদপসরণকারী সেনাদের তাড়া করেছে এবং অস্ত্র জব্দ করেছে।
তাদের প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় যে সামরিক ইউনিফর্ম পড়া ৫৪জন মানুষের রক্তমাখা লাশ মাটিতে পড়ে আছে।
আরও পড়ুন: জম্মু কাশ্মীরে মসজিদের বাইরে সন্ত্রাসীর গুলি, আহত ১
সেইসঙ্গে ৫০ টিরও বেশি জব্দ করা অ্যাসল্ট রাইফেল এবং বন্দী করা পাঁচজন সেনার ছবিও প্রকাশ করেছে তারা।
আল-কায়েদা ও ইসলামিক স্টেট গোষ্ঠীর সঙ্গে যুক্ত সহিংসতায় গত সাত বছরে দেশটিতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় দুই মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সহিংসতা ঠেকাতে সরকারের অক্ষমতার কারণে সৃষ্ট গণঅসন্তোষ থেকে গত বছর দুটি অভ্যুত্থান ঘটে। যার প্রতিটির আগে সেনাবাহিনীর ওপর বড় হামলা হয়েছিল।
সেপ্টেম্বরে নতুন জান্তা নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর ক্ষমতা দখলের পর থেকে এবারের হামলাই সৈন্যদের ওপর সবচেয়ে মারাত্মক হামলা এবং বিশ্লেষকরা বলছেন যে এটি তার ক্ষমতা দখলকে হুমকির মুখে ফেলতে পারে।
সংবাদ বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইন্টেলনিক্স ইন্টেলিজেন্স অ্যাডভাইজরির সিইও লেইথ আলখোরি বলেছেন, ‘দেশের উত্তরে ধারাবাহিকভাবে জঙ্গি হামলার চলেছে এবং জনসাধারণ নিঃসন্দেহে নিরাপত্তা দিতে তাদের সরকারের অক্ষমতার বিষয়টি লক্ষ্য করছে। এই প্রচণ্ড আক্রমণের ফলে তার সরকার হুমকির মুখে পড়তে পারে এবং এমনকি জান্তাকে ক্ষমতাচ্যুত করার চাপও দিতে পারে।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গত এক দশকে গুলিবর্ষণের ঘটনাগুলো চরমপন্থার সঙ্গে যুক্ত: প্রতিবেদন
সিরিয়ায় আইএসের হামলায় নিহত বেড়ে ৫৩
১ বছর আগে