রূপসী বাংলা
জীবনানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে মাসব্যাপী রূপসী বাংলা মেলা শুরু
নিসর্গের কবি জীবনানন্দ দাশের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাসব্যাপী রূপসী বাংলা মেলা শুরু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু।
মেলায় শিশুদের জন্য ট্রেন ও রাইডার, শতাধিক স্টলে বিভিন্ন খাদ্যপণ্য এবং ঝালকাঠি জেলার ব্রান্ডিংভিত্তিক পণ্য প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ৩ দিনব্যাপী শিবচতুর্দশী মেলা শুরু আজ
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে ছিলো প্রখ্যাত শিল্পী নিশিতা বড়ুয়ার প্রাঞ্জল সংগীত পরিবেশন।
আরও পড়ুন: বইমেলা গেট প্রাঙ্গণ পরিচ্ছন্ন করলেন কোয়ান্টামের ১৫০ স্বেচ্ছাসেবী
নতুন ৩০টি বই প্রকাশ করল স্পর্শ ব্রেইল ফাউন্ডেশন
১ বছর আগে