হারুনুর রশিদ খান
নরসিংদীতে উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধ
নরসিংদীর শিবপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খান দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শিবপুর থানাসংলগ্ন নিজ বাড়ির গেটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেছে।
অন্যদিকে, এ ঘটনায় উত্তেজিত হয়ে হারুনুর রশিদ খানের সমর্থকরা শিবপুর উপজেলার প্রধান সড়কগুলোতে অবরোধ সৃষ্টি করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে রেস্টুরেন্টে ঢুকে প্রকাশ্যে গুলি, গুলিবিদ্ধ ২
পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে চেয়ারম্যানের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা তাকে তিন রাউন্ড গুলি করে। গুলিগুলো তার পিঠে লেগেছে। গুলির শব্দ শুনে বাড়ির ও আশপাশের লোকজন দ্রুত বের হয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্বজনরা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে নরসিংদী শিবপুর স্বাস্থ্যকপ্লেক্সে ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মসজিদের জন্য টাকা চাওয়ায় চেয়ারম্যান সাহেব নিজেই কেচি গেট খুলে দেন। গেট খোলার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা তারা পিঠে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ার পাহাড়ের পাদদেশ থেকে কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, দুই শিশু গুলিবিদ্ধ
১ বছর আগে